Tuesday, April 16, 2024
HomeNewsপর্যটন নগরী কক্সবাজারে একদিনে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত

পর্যটন নগরী কক্সবাজারে একদিনে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত

পর্যটন নগরী কক্সবাজারে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ১৮ এপ্রিল (রবিবার) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৬৩৯ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ অনুপম বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

১৮ এপ্রিল (রবিবার) শনাক্ত হওয়া ১০৮ জন করোনা রোগীর মধ্যে ১০ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট।

একইদিন করোনা শনাক্ত হওয়া ৯৮ জনের মধ্যে বান্দরবান জেলার ৫ জন রোগী এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১ জন রোগী রয়েছে। বাকী ৯২ জনের সকলেই পর্যটন নগরী কক্সবাজারে বসবাস করেন।

তারমধ্যে, রোহিঙ্গা শরনার্থী ১ জন। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ৪৭ জন, রামু উপজেলায় ৮ জন, উখিয়া উপজেলায় ১৭ জন, টেকনাফ উপজেলায় ৫ জন, চকরিয়া উপজেলায় ৪ জন এবং মহেশখালী উপজেলার ১০ জন রোগী রয়েছে।

এনিয়ে, ১৮ এপ্রিল (রবিবার) পর্যন্ত পর্যটন নগরী কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা-মোট ৭ হাজার ৫ শত ২৪ জন।

মোট আক্রান্তদের মধ্যে শুধু কক্সবাজার সদর উপজেলার রোগী রয়েছে ৩ হাজার ৭১০ জন। যা মোট করোনা আক্রান্ত রোগীর প্রায় অর্ধেক। এরমধ্যে, গত ১৭ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ৮৮ জন। তারমধ্যে, ১০ জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’১৯%।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে একদিনে ৯৮ জন করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্তের এ সংখ্যা এবং একদিনে ৭৪৭ জনের নমুনা টেস্টের এ সংখ্যা একটা রেকর্ড। যা অতীতের সব পরিসংখ্যান অতিক্রম করেছে।

পর্যটন নগরী কক্সবাজারে একদিনে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত হয়েছে বলে জানা যায়।

এদিকে, গত ১৭ এপ্রিল পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৬ হাজার ২৯২ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৪’৪৩। আক্রান্তদের মধ্যে গত ১৭ এপ্রিল পর্যন্ত হোম কোয়ারান্টাইনে রয়েছেন ৮৫৮ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রয়েছেন ১৭৫ জন।

তারমধ্যে, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছেন ৬০ জন, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেসনে রয়েছেন ৩ জন, কক্সবাজার শহরের পশ্চিম বাহারছরা ফ্রেন্ডসশিপ SARI হাসপাতালে রয়েছেন ২৪ জন, রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের অভ্যন্তরে আইসোলেসন সেন্টার সমুহে রয়েছেন স্থানীয় জনগণ ৪৯ জন এবং রোহিঙ্গা শরনার্থী রয়েছেন ৩৯ জন।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!