HomeNewsকক্সবাজার অনলাইন প্রেসক্লাবের আত্মপ্রকাশ

কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের আত্মপ্রকাশ

বিশ্বের বুকে আন্তর্জাতিক পরিমন্ডলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কক্সবাজার জেলার গুরুত্ব।

পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী শিবির রোহিঙ্গা ক্যাম্পের অবস্থান, দীর্ঘতম সমুদ্র সৈকত সহ নানা কারণে আলোচনা সমালোচনায় রয়েছে এই জেলা। বিশ্বেবাসীর কাছে কক্সবাজার জেলাকে আরও বেশি তথ্যবহুল ভাবে প্রচার-প্রসার করতে কাজ করে যাচ্ছেন এক ঝাঁক মেধাবী ও বিচক্ষণ সংবাদকর্মী- যারা দিন-রাত, অনাহারে-অর্ধাহারে পরিশ্রম করে ছুটতে থাকেেন খবরের পিছনে। এরই প্রেক্ষিতে জেলার সাংবাদিকদের স্বার্থ ও অধিকার সুরক্ষার জন্য আত্মপ্রকাশ করেছে Cox’s Bazar Online Press Club কক্সবাজার জেলা অনলাইন প্রেসক্লাব নামে একটি সংগঠন।

১৭ জুন (বৃহস্পতিবার) বেলা ১২টায় কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভা থেকে সকল সদস্যের মতামত ও সম্মতিতে সংগঠনের নাম ধারণ এবং একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ইউরোপ ভিত্তিক অনলাইন চ্যানেল NL24 এর বিশেষ প্রতিনিধি ফরিদুল আলম শাহীনকে আহবায়ক এবং Onenews.combd’র মোঃ নেজাম উদ্দিনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

উক্ত আহবায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দিবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

Related News

Popular News

error: Content is protected !!