HomeNewsBUET ভর্তি পরীক্ষায় ৭ম মহেশখালীর অপু

BUET ভর্তি পরীক্ষায় ৭ম মহেশখালীর অপু

প্রকৌশলীতে দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েটে) র ভর্তি পরীক্ষায় ৭ম স্থান অধিকার করেছেন মহেশখালীর মাতারবাড়ীর কৃতি সন্তান মাহী রশীদ চৌধুরী (অপু)।

অপু মাতারবাড়ি রাজঘাট এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজীবি রশিদ আহমদ চৌধুরীর কনিষ্ঠ সন্তান।

অপু ইতিমধ্যে সরকারি মেডিকেল কলেজেও MBBS ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে রংপুর মেডিকেলে ভর্তি হয়।

মাহী রশিদ চৌধুরী অপু প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে চট্টগ্রামের মাস্টার মাইন্ড স্কুল থেকে। এরপর চট্রগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পিএসসিতে গোল্ডেন জিপিএ , জেএসসিতে গোল্ডেন জিপিএ , এসএসসিতে গোল্ডেন জিপিএ ও ঢাকা নটরডেম থেকে এইসএসসিতে গোল্ডেন জিপিএ পাওয়ার গৌরব অর্জন করে।

তার এ কৃতিত্ব পূর্ণ রেজাল্টের জন্য রশিদ আহমদ চৌধুরী সর্বশক্তিমান আল্লাহর দরবারে লক্ষ কোটি শোকরিয়া আদায় করেছেন। ছেলের ভবিষ্যৎ মঙ্গলের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন মাহীর পিতা-মাত।

Related News

Popular News

error: Content is protected !!