Wednesday, April 24, 2024
HomeNewsব্ল্যাক ফাঙ্গাস কি? কিভাবে বুঝবেন ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ গুলো?

ব্ল্যাক ফাঙ্গাস কি? কিভাবে বুঝবেন ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ গুলো?

ব্ল্যাক ফাঙ্গাস বর্তমান একটি আতঙ্কের নাম। করোনা তো ছিলই কিন্তু এরই মাঝে আবার নতুন ভাবে হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস।

চোখ রাঙাচ্ছে নতুন এই রোগ। Black Fungus বাংলায় ব্ল্যাক ফাঙ্গাস এর ঝুকি বাড়ছে সব চেয়ে বেশি করোনা আক্রান্তদের দেহে। ফলে বাড়ছে আতঙ্ক বাড়ছে দুশ্চিন্তা।

কিভাবে বুঝবেন ব্ল্যাক ফাঙ্গাসকে?

কোভিড আক্রান্তদের শরীরে ছড়িয়ে পড়ছে ব্ল্যাক ফাঙ্গাস নামে এক ছত্রাক। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম মিউকরমাইকোসিস।

বাড়ছে মিউকরমাইকোসিস বা কালো ছত্রাকের দাপট। এই রোগ শুরুতেই ধরতে পারলে মৃত্যুঝুকি অনেকটা থাকে না। কিভাবে বুঝবেন এই রোগ সংক্রমণ? চলুন জেনে নেওয়া যাক।

কারা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছে?

করোনা সংক্রমিত দেহে হানা দেয় মিউকরমাইকোসিস ছত্রাক। কোভিডের কারণের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় শরীরে আক্রমণ করে এই ছত্রাক। যারা স্টরয়েড যাতীয় ঔষুধ খায় তাদের ইমিউনিটি সিস্টেম সাধারণত কম থাকে তাই তারা এই রোগে আক্রান্ত হতে পারে। তাছাড়া দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগী আইসিইউ তে থাকলেও এই রোগ হতে পারে।

 

ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ গুলো কি কি?

এই রোগের লক্ষণ হিসেবে প্রাথমিকভাবে গালে ব্যথা, মুখে ক্ষত, ত্বকের সমস্যা দেখা দিতে পারে। চোখে বা নাকে ব্যথা হতে পারে, সাইনাসের প্রবলেম হওয়া, শ্বাসকষ্ট হওয়া, রক্তবমি হওয়া, দাঁতে ব্যথা হওয়া, দাঁত আলগা হয়ে যাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক থেকে রক্ত পড়া ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ।

তাছাড়া চোখে লালভাব, চোখ ফোলা, এবং দৃষ্টিশক্তি দূর্বল হতে পারে এই ছত্রাকের প্রভাবে।

 

সম্প্রতি ভারতের গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থানসহ বিভিন্ন অঞ্চলে এই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ দেখা দিচ্ছে। প্রায় ১০০-র বেশি রোগী সনাক্ত হয়েছে রাজস্থানে। রাজস্থান সরকার ইতোমধ্যে ব্ল্যাক ফাংগাসকে মহামারি ঘোষণা দিয়েছে।

এছাড়া বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে এই রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে।

আমাদের দেশেও সম্প্রতি এই রোগ ধরা পড়েছে। তাই বাংলাদেশ সরকার আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহবান করেছে।

 

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কিছু ভুল ধারণাঃ

 

  • এই রোগ মুঠেও ছোঁয়াচে নয়।
  • পশুদের থেকে এই রোগ ছড়াও এই তথ্যও ভুল।
  • অক্সিজেন সরবরাহের সময় ব্ল্যাক ফাঙ্গাস ছড়াচ্ছে এমন ধারণাও ভুল।

 

কিভাবে ব্ল্যাক ফাঙ্গাস ছড়ায়?

 

  • সাধারণত মাটি, খাবার, বাতাস থেকে এই সংক্রমণ মানুষের শরীরে হতে পারে।
  • নাক ও চোখের মাধ্যমে এই সংক্রমন শরীরে প্রবেশ করতে পারে।

 

অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকায় একমাত্র এই Black Fungus থেকে বাঁচার উপায়।

 

ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচতে কী কী করবেন?

 

  • ইমিউনিটি সিস্টেম বাড়াতে হবে।
  • মুখের অংশ ঢাকা রাখতে হবে। সম্ভব হলে গলগলা করে কোন মাউথ ওয়াশ দিয়ে মুখ পরিস্কার রাখতে হবে।
  • নাকে বা চোখে অযথা হাত না দিতে হবে।
  • বাহির থেকে এলে ভালভাবে মুখমন্ডল ধুয়ে ফেলতে হবে।
  • চোখ লাল হলে, চোখ ফোলে গেলে, নাকে শ্বাস নিতে কষ্ট হলে, মুখে ক্ষত দেখা দিলে, জিহ্বায় কালছে কোনো দাগ দেখা দিলে, মুখ ফোলে গেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
  • যেহেতু এটি কোভিড এর পরেই হয়ে থাকে সেহেতু এটি অন্যভাবে গুলিয়ে ফেললে হবেনা। সবাইকে সতর্ক থাকতে হবে।

 

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!