“হেরার আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি আত্মা” এ প্রতিপাদ্যে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নে প্রতিষ্ঠিত হলো হেরার জ্যোতি পাঠাগার। ৫ মে,২২ রমযান (বুধবার) বাদ আছর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাকেন্দ্র রামু চাকমারকুল মাদ্রাসা গেইট স্টেশনে নবপ্রতিষ্ঠিত এ পাঠাগারের আনুষ্ঠানিক অভিযাত্রা সূচিত হয়েছে।
অনুষ্ঠানে হেরার জ্যোতি পাঠাগার নিয়ে উপস্থিত বক্তারা বলেন,
একটি ভাল বইয়ের ছোঁয়ায় মানব মন ও সমাজে আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন। আলোকিত হতে পারে মানবাত্মা। তাই আলোকিত সমাজ বিনির্মাণের প্রত্যয়ে ভালো বই পড়ার সুযোগ অবারিতকরণে প্রতিটি পাড়া-মহল্লায় সমৃদ্ধ ইসলামী পাঠাগার গড়ে তোলার গুরুত্ব অনস্বীকার্য।
এ বাস্তবতার উপলদ্ধি থেকে হেরার জ্যোতি বা আলোরশ্মি ছড়িয়ে আলোকিত সমাজ বিনির্মাণের ব্রত নিয়ে আদর্শিক চিন্তার নবীন আলিম ও ছাত্র, যুবকদের ঐকান্তিক প্রয়াসে হেরার জ্যোতি পাঠাগার প্রতিষ্ঠা একটি যুগান্তকারী পদক্ষেপ।
ভার্চুয়াল জগতের নানামুখী অনৈতিকতার স্রোতে হারিয়ে যেতে বসা তরুণ সমাজকে হেরার পানে ফিরিয়ে আনতে পাঠাগারটি আলোকিত চেতনার বাতিঘর হিসেবে কাজে আসবে। আশা করি এ পাঠাগার ইসলামী জ্ঞান চর্চা, সুস্থ সংস্কৃতির উজ্জীবন ও ভ্রাতৃত্ববোধ সংহতকরণের আদর্শিক দৃষ্টান্ত স্থাপনে সক্ষম হবে ইনশাআল্লাহ।
মাওলানা কাজী সাইফুদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাকমারকুল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, চাকমারকুল ওলামা পরিষদের মাওলানা আব্দুল গফুর, বিশিষ্ট হুমিও চিকিৎসক ডা. নাসির উদ্দিন চৌধুরী, ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, তরুণ আলিম মাওলানা জুনাইদ বিন রশীদ, মাওলানা হাফেজ আশরাফ হোছাইন, মাওলানা মুহাম্মদ নোমান ফয়েজী প্রমূখ।
নবীন লেখক আব্দুল্লাহ সাঈদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন, নবীন আলিম, লেখক মুহাম্মদ অলিউল্লাহ আরজু। এছাড়াও আয়োজকদের মাঝে উপস্থিত ছিলেন, মাওলানা কামরুল হাসান, মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক, মাওলানা মুহাম্মদ কাউছার, হাফেজ মুর্শেদ হোছাইন জামিল।
শুভানুধ্যায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল হোসাইন, কবি মাওলানা আব্দুল্লাহ হোছাইনী, মুহাম্মদ আলম, মুহাম্মদ মারুফ, মুহাম্মদ শাহিন, হাফেজ জাহেদ উল্লাহ, হাফেজ তামজিদ, মুহাম্মদ আরিফুল ইসলাম প্রমূখ।
ইফতারের পূর্বে অশ্রুঝরা মোনাজাতের মাধ্যমে এ মহতি অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য, রামু আল-হাছান স্টেশনারীজের সৌজন্যে পাঠাগারের জন্য বেশ ক’টি গুরুত্বপূর্ণ বই তুলে দেন হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। এসময় তিনি স্বরচিত কাব্যগ্রন্থ “বিশ্বাসের পঙক্তিমালা” ও জীবনী সংকলন “রাহবার“ও পাঠাগারের জন্য উপহার দেন। একই অনুষ্ঠানে বিশিষ্ট কবি, সাহিত্যিক, রামুর কৃতি সন্তান মাওলানা আব্দুল মাজেদ আতহারীর “ছন্দেভরা রসের ছড়া” সহ কয়েকটি বইয়ের সৌজন্য কপি পাঠাগারে প্রদান করেন।