Tuesday, September 10, 2024
HomeJobনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (IRC)

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (IRC)

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (IRC)।

তারা ‘জিবিভিআইএমএস সহযোগী’ পদে লোক নেবে।আগ্রহীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

পদের নাম : জিবিভিআইএমএস সহযোগী (GBVIMS Assistant)।

পদের সংখ্যাঃ নির্ধারিত না।

কাজের ধরনঃ পূর্ণকালীন।

কর্মস্থলঃ উখিয়া, কক্সবাজার।

আবেদন যোগ্যতাঃ প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। ওমেন স্ট্যাডিজ, আইন, সোশালওয়ার্ক, সোশাল সায়েন্স, ইনফোরমেশন ম্যানজেমেন্টে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধাঃ
বেতন ৩৭,৩১০ টাকা।
মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, জীবন বীমা। উৎসব ভাতা।

আবেদন করবেন যেভাবেঃ বিডি জবস্ এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখঃ ২০ জুলাই ২০২১

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!