কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেনের নির্দেশে মহেশখালীতে অসহায় দরিদ্র দুইজন কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন দিলেন মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান এর নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের কর্মীরা।
এবিষয়ে ছাত্রলীগ নেতা মিজান বলেন, পৃথিবীতে যখন করোনা সংক্রমণের কারণে মানুষ ঘরে বন্দী ,তখন বাংলার সোনার কৃষক তো আরো অসহায়। দিনমজুর ও মজুরির অভাবে মাঠের ধান মাঠেই থেকে যাচ্ছে।
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন ভাইয়ের নির্দেশে গরীব অসহায় কৃষকের ধান কেটে ঘরে পৌছে দিলাম।
তিনি আরও বলেন, ইনশা’আল্লাহ আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে, যদি কোন কৃষক ভাইয়ের মাঠের ধান টাকার অভাবে ঘরে তুলতে না পারেন- তাহলে আমাদের খবর দিলে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের টিম আপনার মাঠের ধান ঘরে পৌছে দিবে।
এবিষয়ে উক্ত দুই কৃষক বলেন, ছাত্রলীগের এমন মহত্তম কাজের দ্বারা দরিদ্র কৃষকরা অনেকটা উপকৃত। এতে করে আমাদের মুখে হাসি ফুটল।
কৃষক নুরুল হাশেম ও ছৈয়দ নুর মহেশখালীর ছাত্রলীগ নেতা মিজানুর রহমান এর মাধ্যমে কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।