Wednesday, April 24, 2024
HomeEducation(Bangla) বাংলা কবিতাঃ দ্বি-অমরাবতী

(Bangla) বাংলা কবিতাঃ দ্বি-অমরাবতী

দ্বি-অমরাবতী
                     জজাউল এহেসান
যদি আমি কোনো দিনও হারিয়ে যায়,
খুঁজে নিও বাংলার(Bangla) হেলালি-সুধায়
যদি আমি কোনো দিনও হারিয়ে যায়,
খুঁজে নিও তবে ব্যােমের-সেতারায়।
যদি আমি কোনো দিনও না আসি ফিরে,
খুঁজে নিও বাংলার(Bangla) পাথার ও তীরে।
যদি আমায় নাহি দেখ আর ঐ নীড়ে,
খুঁজে নিও তাহলে ঐ মলয়া-সমীরে।
যেতে নাহি চায় মন বাংলাকে ছেড়ে,
রয়ে যেতে চায় মন স্বদেশের প্রেমে।
সার্থক,এই হেম-বঙ্গে জন্মে আমি,
মনে হয় পেয়েছি দ্বি-অমরাবতী।
যদি আমি কোনো দিনও হারিয়ে যায়,
খুঁজে নিও বাংলার কুহেলি-বেলায়।
যদি আমি কোনো দিনও হারিয়ে যায়,
খুঁজে নিও তবে ঐ গোধূলি-বেলায়।
যদি আমি কোনো দিনও না আসি ফিরে,
খুঁজে নিও বাংলার ছায়া-বটমূলে
যদি আমায় নাহি দেখ আর ঐ নীড়ে,
খুঁজে নিও তাহলে হরিৎ-প্রকৃতিতে।
যেতে নাহি চায় মন বাংলাকে ছেড়ে,
রয়ে যেতে চায় মন স্বদেশের প্রেমে।
সার্থক,এই হেম-বঙ্গে জন্মে আমি,
মনে হয় পেয়েছি দ্বি-অমরাবতী।
Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!