বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে কক্সবাজার সদর উপজেলাকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন হয়েছে মহেশখালী উপজেলা বালিকা অনুর্ধ্ব-১৭ ফুটবল দল।
কক্সবাজার সদর উপজেলা বালিকা ফুটবল দলকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি ঘরে তুলে নেন দলটি।
৬ মার্চ (রবিবার) বিকেল ৩ টায় কক্সবাজার মুক্তিযোদ্ধা চত্বর স্টেডিয়ামে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টান টান উত্তেজনাপূর্ন পুরো খেলায় দু’দলের খেলোয়াড়দের লড়াই ছিল চোখে পড়ার মতো ৷ উভয় দল গোল পোস্টে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোল করতে পারেনি কোন দল। ফলে গোল শূণ্য অবস্থায় খেলা শেষ হলে ট্রাইব্রেকারে গড়ায় শিরোপা নির্ধারণীর লড়াই।
এতে ৪-৩ গোলে কক্সবাজার সদর উপজেলা বালিক ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন মহেশখালী উপজেলা বালিকা ফুটবল দল।
পুরো খেলায় নিজের বাজিমাত দেখিয়ে ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন মহেশখালী বালিকা ফুটবল দলের খেলোয়াড় সুমাইয়া এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন একই দলের গোলরক্ষক সানজিদা আখি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদদীন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, জেলা ক্রীড়া অফিসার মইন উদ্দিন মিল্কি, মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম আশরাফুল আজীজ সুজন প্রমুখ।