HomeNewsমানুষের জন্যেই রাজনীতি - মহেশখালী যুবলীগের আহ্বায়ক সাজেদুল করিম

মানুষের জন্যেই রাজনীতি – মহেশখালী যুবলীগের আহ্বায়ক সাজেদুল করিম

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন মহেশখালী উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা।

২৬ এপ্রিল (সোমবার) সকাল ১০ টা থেকে উপজেলার শাপলাপুর ৫নং ওয়ার্ডে ধান কাটা উৎসবটি শুরু হয়ে দিনব্যাপী চলে।

উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিমের নেতৃত্বে দরিদ্র কৃষক আয়ুব খানের ২ কানি জমির ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছানো নিশ্চিত করে।

এসময় মহেশখালী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম উল্লাহ সেলিম, উপজেলা সদস্য দেলোয়ার হোসাইন, মোঃ শাহজান, শাপলাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সামিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিক সহ প্রত্যেকটি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদকগণ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলহাজ্ব সাজেদুল করিম জানান, করোনা মহামারীর কারণে অন্যান্যদের চেয়ে কৃষকরা অর্থনৈতিক সংকটে ভূগছেন। অনেক কৃষক টাকার অভাবে পাকা ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছে। এই দরিদ্র কৃষকদের খোঁজ নিয়ে উপজেলা যুবলীগ সর্বাত্মক পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তিনি আরো জানান, মানুষের জন্যেই রাজনীতি।

মানুষ কষ্টে পড়লে যার যার অবস্থান থেকে তাদের সহযোগীতা করা দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। এসময় তিনি যুবলীগের সকল নেতাকর্মীদের অসহায়দের পাশে দাড়ানোর অনুরোধ করেন।

Related News

Popular News

error: Content is protected !!