Friday, March 29, 2024
HomeNewsইউপি সদস্য আক্তারুজ্জামান বাবুর মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ

ইউপি সদস্য আক্তারুজ্জামান বাবুর মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছড়ার ইউনিয়ন পরিষদের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ২ নং ওয়ার্ডের এমইউপি সদস্য আক্তারুজ্জামান বাবুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন কালারমারছড়ার ২ নং ওয়ার্ডের হাজারো বিক্ষুব্ধ জনতা।

০২ জুন (বুধবার) বিকেলে ঘটিকার সময় কালারমারছড়া তার নিজ নির্বাচনী এলাকা আফজালিয়া পাড়ায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্হানীয় বাসিন্দা হারুনর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- ১ নং ওয়ার্ডের মেম্বার লিয়াকত আলী, আলহাজ্ব মাওলানা নুরুল আবছার জিহাদী, উম্মে সালমা, মেদমকর বড়ুয়া, প্রিয় তোষ বড়ুয়াসহ এলাকার বিভিন্ন স্তরের সাধারণ জণগণ।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আক্তারুজ্জামান বাবু পরিচ্ছন্ন একজন মেম্বার। যিনি এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন। যার কারণে এলাকায় সন্ত্রাসীরা প্রভাব বিস্তার করতে পারে নাই। সাধারণ জণগণ দীর্ঘদিন নিরাপদে আছেন।

কিছু কুচক্রী মহল তার জনপ্রিয়তার প্রতি ঈষার্ন্বিত হয়ে পরিকল্পিতভাবে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

এসময় বক্তারা আরও বলেন, তিনি জন্মসূত্রে কালারমার ছড়া ইউনিয়নের বাসিন্দা এবং ০২ নং ওয়ার্ডের নির্বাচিত জনগণের প্রতিনিধি। তিনি মহেশখালীতেই বসবাস করেন। কিন্তু তাকে মুন্সিগঞ্জের একটি প্রতারণা মামলার মাধ্যমের গ্রেফতার করা হয়েছে।

এ সময় তারা আক্তারুজ্জামান বাবু মেম্বারকে নিঃশর্ত মুক্তি এবং সাজানো মামলা থেকে নাম প্রত্যাহারের দাবি জানান।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল হাই বলেন, এমইউপি সদস্য আক্তারুজ্জামান বাবু ৪০৬/৪২০ এর মুন্সিগঞ্জের একটি প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গত ৩১ মে মহেশখালী উপজেলা সদর এলাকা থেকে মহেশখালী থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!