বড় মহেশখালী ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শুভেচ্ছা উপহার বিতরণ র্কাযক্রম শুরু হয়েছে।
৩০ এপ্রিল (শুক্রবার) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল।
সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্হাপনায়, উপজেলা প্রশাসন মহেশখালীর বাস্তবায়নে করোনাকালীন সময়ে অসহায় দুঃস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য মহেশখালী উপজেলার ৮টি ইউনিয়নে ২০ লাখ টাকা, মহেশখালী পৌরসভার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ দিয়েছে সরকার। প্রতি ইউনিয়ন পাবে ২লাখ ৫০ হাজার টাকা করে।
এছাড়াও ঈদ উপলক্ষ্যে ভিজিএফ থেকে মহেশখালী ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য ২৫৯২১টি পরিবারের জন্য ৪৫০/-(জনপ্রতি চারশত পঞ্চাশ টাকা) হারে মোট-১,১৬,৬৪,৪৫০/- (এক কোটি ষোল লক্ষ চৌষট্টি হাজার চারশত পঞ্চাশ টাকা) বরাদ্ধ দিয়েছে সরকার। উক্ত বরাদ্ধ থেকে প্রতিটি ব্যক্তি পাবেন নগদ ৪৫০ টাকা হারে। সকল উপজেলায় ২৮ এপ্রিল থেকে শুভেচ্ছা উপহার বিতরণ করার নির্দেশ দেন মহেশখালী
উপজেলা প্রশাসন।
৩০ এপ্রিল (শুক্রবার) করোনার প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া সিএনজি, টমটম, মিশুক গাড়ি সহ পরিবহ চালকদের মাঝে নগদ সহায়তা প্রদান করেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল সহ আগত অতিথিরা।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বড় মহেশখালী ইউনিয়নের ত্রাণ বিতরণের ট্যাগ অফিসার নিরেন্দ্র চন্দ্র দে, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, ডিজিটাল তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্ত, গ্রাম আদালত সহকারী, গ্রাম পুলিশ সহ প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিককর্মী উপস্থিত ছিলেন।
বড় মহেশখালী ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল বলেন, করোনাকালে কর্মহারা বিভিন্ন পেশার সমাজের অস্বচ্ছল ব্যক্তিরা এই তালিকায় অগ্রাধিকার পাবেন। ৩০ এপ্রিল (শুক্রবার) থেকে বড় মহেশখালী ইউনিয়নে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কোনো স্বজনপ্রীতি ছাড়া বড় মহেশখালী ইউনিয়নে করোনা পরিস্থিতিতে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তাদের তালিকা তৈরি করে যাচাই-বাছাই পূর্বক এ সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি বড় মহেশখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ কে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্য বিধিএবং সরকারি নির্দেশনা মেনে চলতে আহবান জানিয়ে আরও বলেন, মহেশখালী উপজেলার সাধারণ খেটে খাওয়া মানুষ ও করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর এ কার্যক্রমের আনন্দিত ও তাঁর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। একইসাথে মাননীয় সংসদ সদস্য জনাব আশেক উল্লাহ রফিক মহোদয়ের দ্রুত রোগমুক্তির জন্য এবং সকলকে মহান আল্লাহ যেন করোনা ভাইরাস থেকে রক্ষা করের, তার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।
সূত্রে জানা যায়, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বর্তমানে অসুস্থ এবং তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। মহেশখালী উপজেলার দুর্দশাগ্রস্থ পরিবারকে সহযোগীতা করার জন্য প্রশাসনের সকল স্তরে সব সময় দিকনির্দেশনা দিচ্ছেন। তাঁর পরামর্শে সমস্ত উপজেলায় আরো ত্রাণ কার্যক্রম বৃদ্ধির চেষ্টা অব্যাহত রয়েছে,এছাড়া মাননীয় সংসদ সদস্য মহোদয় সমাজের স্বচ্ছল ব্যাক্তিদেরকে দেশের এই দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষদের সহায়তা প্রদান করার জন্য আহ্বান জানিয়েছেন।
[…] | বদর যুদ্ধ ও ইসলামের ঐতিহাসিক বিজয় বড় মহেশখালী ইউনিয়নে প্রধানমন্ত্রীর শ… মহেশখালীর চরপাড়ার আলোচিত ঘটনার […]