Wednesday, April 24, 2024
HomeNews১৮ বছরের উর্ধ্বে শিক্ষার্থীদের NID নিবন্ধন চলছে

১৮ বছরের উর্ধ্বে শিক্ষার্থীদের NID নিবন্ধন চলছে

বিশেষ প্রতিনিধিঃ

দেশের সকল পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ কলেজ পড়ুয়া যে সকল শিক্ষার্থীরা NID কার্ড না থাকায় COVID-19 ভ্যাকসিনের আবেদন করতে পারছেনা, তাদের কে অবশ্যই পেশা হিসেবে ছাত্র/ছাত্রী উল্লেখ করে দ্রুত ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে অনলাইনে ভোটার আবেদন ফরম ও সাথে বিশেষ ফরম পূরণ করে স্ব স্ব উপজেলার নির্বাচন অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের NID উইং থেকে পাওয়া এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়াও নিজেরা স্মার্টফোন থেকেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে।

যেভাবে অনলাইনে আবেদন করবেনঃ

নির্বাচন কমিশনের এই লিঙ্কে (https://services.nidw.gov.bd/nid-pub/register-account ) প্রবেশ করে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন।

অনলাইনে নতুন ভোটারের আবেদন করতে যা যা প্রয়োজনঃ

১. অনলাইন জন্ম নিবন্ধন সনদ,
২. পিতা-মাতার এনআইডি কার্ড,
৩. সার্টিফিকেট,
৪. মোবাইল নং,
৫. রক্তের গ্রুপ, ৬. হোল্ডিং নং।

আবেদনপত্রের সাথে যা যা সংযুক্ত করতে হবেঃ

১. অনলাইন জন্ম নিবন্ধন কপি,
২. পিতা-মাতার NID কার্ডের ফটোকপি,
৩. বড় ভাই/বোন, চাচা/ফুফির NID কার্ডের ফটোকপি,
৪. ছবিযুক্ত জাতীয় সনদপত্র,
৫. রোহিঙ্গা নয় মর্মে স্হানীয় ইউনিয়ন পরিষদ/পৌর মেয়র কর্তৃক প্রত্যয়ন,
৬. বিদ্যুৎ/গ্যাস বিল আদায়ের রশিদ,
৭. হোল্ডিং ট্যাক্স/কর আদায়ের রশিদ
৮. বসতবাড়ির খতিয়ানের ফটোকপি,
৯. সার্টিফিকেটের ফটোকপি।

বিঃদ্রঃ সকল কাগজপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র কর্তৃক সত্যায়িত।

আবেদন লিঙ্ক : (https://services.nidw.gov.bd/nid-pub/register-account)

আবেদন কপির পিডিএফ ফরম প্রিন্ট করে সাথে বিশেষ ফরম পূরণ করে স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র এবং ওয়ার্ড মেম্বারের/কাউন্সিলর সাক্ষর সহ আবেদন ফরম নিকটস্থ উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে।

পরবর্তী সময়ে যাচাই-বাছাই কর্যক্রম থেকে মোবাইল এসএমএস’র মাধ্যমে আপনার ছবি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ ও সাক্ষরের জন্য ডাকা হবে।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!