Thursday, March 28, 2024
HomeNewsসোনাদিয়া পিকনিকের নৌকা ডুবি;নিখোঁজ সাকিবের লাশ উদ্ধার

সোনাদিয়া পিকনিকের নৌকা ডুবি;নিখোঁজ সাকিবের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

মহেশখালীর সোনাদিয়ায় পর্যটকবাহী একটি ট্রলারের তক্তা ফেটে ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ সাকিবের লাশ উদ্ধার করা হয়েছে।

৬ অক্টোবর বুধবার সকালে সোনাদিয়া দ্বীপের পশ্চিম পাশে গভীর সমুদ্র এলকায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, ৪ অক্টোবর (সোমবার) রাত ৯টার দিকে ৯৯৯- এ কল করে এক ভুক্তভোগী উদ্ধারের সহায়তা চাইলে নৌ-পুলিশ গিয়ে ১৪ জনকে জীবিত উদ্ধার করা গেলেও, নিখোঁজ ছিলো সাকিব।

মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল জানান, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে উদ্ধারে যায় নৌ-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি ইউনিট।

স্থানীয় স্বেচ্ছাসেবী, জনপ্রতিনিধি ও প্রশাসনের তৎপরতায় উদ্ধার অভিযান চালিয়ে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ১৪ জনকে জীবিত উদ্ধার করলেও শাকিব হাসান নামে একজন নিখোঁজ ছিলেন।

ট্রলারে থাকা সকলেই কক্সবাজারে চকরিয়ার খুটাখালীর বাসিন্দা।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের খুটাখালী থেকে ১৫ জন বন্ধু মিলে সোনাদিয়ার পশ্চিম প্রান্তে জাহাজ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া লোকজনের ভাষ্যমতে, কক্সবাজার সদরের খুটাখালী ইউনিয়নের বাঘকুম  গ্রামের ১৫ জন বন্ধু ৪ অক্টোবর সকাল ৯টায় একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সোনাদিয়া দ্বীপে বেড়াতে যায়।

সোনাদিয়া দ্বীপে দুপুরের খাবার শেষে সকল বন্ধু মিলে নৌকা নিয়ে পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থানরত জাহাজ দেখতে যায়। জাহাজ দেখে ফেরার সময় রাত ৮টার দিকে সাগরের মাঝ পথে ব্ল্যাকের দিয়া নামক স্থানে তাদের বহনকারী নৌকাটি বালির চরে আটকা পড়ে।

তখন ১৫ জন বন্ধু মিলে নৌকাটিকে বালি থেকে ছাড়ানোর চেষ্টা করলে ভাটার টানে নৌকাটি সাগরের মাঝখানে চলে যায়। তখন তারা কুলে উঠতে গিয়ে একটি ডুবন্ত খালে পড়ে গিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহযোগিতা চান বলে জানান।

এদিকে আজ ৬ অক্টোবর (বুধবার) সকাল ৭ টায় সোনাদিয়া দ্বীপের পশ্চিম পাশে গভীর সমুদ্র এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন মেম্বার প্রার্থী ছৈয়দ হোছাইনের নেতৃত্বে স্থানীয় লোকজন।

নিহত সাকিব খুটাখালী বাঘকুম পাড়ার মোঃ জাফরের পুত্র।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!