Friday, April 19, 2024
HomeNewsসাইক্লোন সিত্রাংঃ ভোলা দিয়েই বাংলাদেশে প্রবেশ করবে ঘূর্ণিঝড় সিত্রাং

সাইক্লোন সিত্রাংঃ ভোলা দিয়েই বাংলাদেশে প্রবেশ করবে ঘূর্ণিঝড় সিত্রাং

আবহাওয়া বিভাগের তথ্য মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং তার গতিপথ বদলে বাংলাদেশের ভোলা জেলা দিয়েই বাংলাদেশে প্রবেশ করবে। এছাড়া সোমবার মধ্যরাত নাগাদ এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করবে বলেও ধারণা করেছেন।

সিত্রাং নামের এই ঘূর্ণিঝড়ের তান্ডব ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে চলতে শুরু করেছে। ভোলা জেলায় ঘণ্টায় ৮৫ কি.মি এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ৪৫ কি.মি বেগে বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গা যেমনঃ নোয়াখালী, সাতক্ষীরা, কক্সবাজার, বরিশাল এবং ঢাকাতে ভারি বৃষ্টি বর্ষণ হচ্ছে। দেশের তের জেলায় বর্তমানে ৭ নম্বর বিপদ সংকেতে রয়েছে।

সিত্রাং বাংলাদেশের ভোলা দিয়ে প্রবেশ করে নোয়াখালী হয়ে ত্রিপুরা, আসামের দিকে এগোবে বলে ধারণা করেছেন আবহাওয়াবিদরা।

বাংলাদেশের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহাম্মদ এনামুর রহমান বলেছিলেন, এটি সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদরা মনে করেন ঘূর্ণিঝড় সিত্রাং এখন সাইক্লোনিক স্টর্ম অবস্থায় রয়েছে। মঙ্গলবার ভোরবেলায় এটি সিভিয়ার সাইক্লোন বা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!