Saturday, April 20, 2024
HomeNewsশ্রীলঙ্কাকে ৫০ মিলিয়ন ডলার লোন দিতে চলেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কাকে ৫০ মিলিয়ন ডলার লোন দিতে চলেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কায় ফরেন কারেন্সি রিজার্ভের চরম সংকট দেখা দিলে তারা সাহায্য চেয়ে বাংলাদেশের দ্বারস্থ হয়েছিল। কারণ ফরেন কারেন্সির অভাবে তারা তাদের আমদানি মূল্য পরিশোধ করতে পারছিলনা। বাংলাদেশ সেসময় শ্রীলঙ্কাকে প্রায় ২৫০ মিলিয়ন ডলার লোন দেয়ার অঙ্গীকার করে। অবশ্য এর আগে শ্রীলঙ্কা তার মিত্রদেশ চীন এবং ভারতের কাছে লোনের আবেদন করলেও, তারা শ্রীলঙ্কাকে ফিরিয়ে দেয়।

২৫০ মিলিয়নের মধ্যে চলতি সপ্তাহে ৫০ মিলিয়ন ডলার শ্রীলঙ্কাকে ধার দিতে চলেছে বাংলাদেশ ব্যাংক।“কারেন্সি সোয়াপ” নীতিতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে এই অর্থ লোন দিচ্ছে। অর্থাৎ ২৫০ মিলিয়ন ডলারের বিপরীতি তারা সমপরিমাণ শ্রীলঙ্কান মুদ্রা বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করবে। শ্রীলঙ্কা যদি ডলারের হিসেবে ২৫০ মিলিয়ন আমাদের কাছে ফেরত দিতে না পারে, তাহলে শ্রীলঙ্কার কাছ থেকে পাওয়া সমপরিমাণ শ্রীলঙ্কান মুদ্রা দ্বিপাক্ষিক বাণিজ্যের মাধ্যমে সমন্বয় করবে বাংলাদেশ। এবং এরই মাধ্যমে বাংলাদেশ লোন গ্রহীতা দেশ থেকে লোন প্রদানকারী দেশের কাতারে নাম লিখাতে চলেছে।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!