Friday, April 19, 2024
HomeNewsরোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড;৫ শতাধিক ঘর পুড়ে ছাই

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড;৫ শতাধিক ঘর পুড়ে ছাই

টেকনাফে নয়াপাড়া রেজিষ্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমিউনিটি সেন্টারসহ ৪৩৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় কারো মৃত্যুর না হলেও ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত ২ টার দিকে টেকনাফ নয়াপাড়া রেজিষ্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ই-ব্লকে বুইগ্গানীর ঘর থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যেক বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকার কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন্টার মধ্যে পুরো ব্লকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস ইউনিটসহ রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দীর্ঘ চেষ্টার পর ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের ৪৩২টি রোহিঙ্গা বসতির রুম, ১ টি ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টার এবং ২টি স্থানীয় জনবসতির ঘরসহ ৪৩৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া পাশের ভাসমান আরো কিছু ঝুঁপড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বেশ কয়েকজন দাবি করেন। আগুনের উৎস সম্পর্কে কেউ নিশ্চিত হতে পারেনি। তবে অনেকে ধারণা করছেন রোহিঙ্গাদের ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এই ব্যাপারে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ আব্দুল হান্নান জানান, গভীররাতে হঠাৎ অগ্নিকাণ্ডে সূত্রপাত ঘটে। তবে অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি অবহিত করেন।

এদিকে সকাল ১০টার দিকে কক্সবাজার ত্রাণ শরণার্থী ও পুনর্বাসন বিষয়ক কমিশনার শাহ রেজওয়ান হায়াত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

 

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!