Wednesday, April 24, 2024
HomeNewsজনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ কর্মসূচি

জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ কর্মসূচি

“মাস্ক পরি, সামাজিক দুরত্ব বজায় রাখি” এ শ্লোগানকে ধারণ করে মহেশখালী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মাস্ক বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী।

০৬ এপ্রিল (মঙ্গলবার) উপজেলার কালারমারছড়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে মাস্কবিহীন পথচারী, বিভিন্ন পরিবহনের যাত্রী, চালক এবং স্থানীয় দোকানদারদের মাঝে মাস্ক বিতরণ করে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সদস্যরা।

করোনা সংক্রমণ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান এর সার্বিক সহযোগিতায় সভাপতি মুহাম্মদ এনামুল হকের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেয় রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সদস্যরা।

মাস্ক বিতরণ

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আজকের দেশ-বিদেশ এর প্রতিনিধি আবু বক্কর, দৈনিক গণকন্ঠ এর মহেশখালী প্রতিনিধি মিছবাহ উদ্দীন আরজু, দ্বীপ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান রিটন, মহেশখালী উপজেলা পাবলিক লাইব্রেরীর কার্যনির্বাহী সদস্য শ্রী শ্রী তন্ময় বিশ্ব, রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র সদস্য মিজানুর রহমান, আবু সাহেদ, জজাউল এহসান, শাহরিয়া কবির, নুরুল বশর, ছাদেকুর রহমান। আরো উপস্থিত ছিলেন- নুরুল আলম টিপু, রবি উল্লাহ সিকদার, মুফিজুর রহমান ও আব্বাস উদ্দীন প্রমুখ।

রিপোর্টার্স ইউনিটি মহেশখালীর সভাপতি মুহাম্মদ এনামুল হক বলেন, মহামারি করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনা সংক্রমণের হার রোধকল্পে ও জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে আজ (০৬ এপ্রিল) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালারমারছড়ার বিভিন্ন স্থানে মাস্কবিহীন ব্যক্তিদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালানো হয়।

তিনি আরও বলেন, মহামারি করোনার এই তান্ডব থেকে মহেশখালীবাসিকে রক্ষা করতে ভবিষ্যতেও নানান কর্মসূচি বাস্তবায়ন করবে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী।

Related News

4 COMMENTS

  1. […] নিয়ে পুলিশের সচেতনামূলক প্রচারণা জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ কর্মসূচ… মহেশখালী পৌর কাউন্সিলর মকসুদ আলম’র […]

  2. […] সংবাদ শিরোনামঃ মহেশখালী উপজেলা প্রশাসনের’মানবতার ঘরে’ কালের কন্ঠ শুভ সংঘ কর্তৃক প্রয়োজনীয় উপকরণ প্রদান মহেশখালী উপজেলা প্রশাসনের ‘মানবতার ঘর’ শুভ উদ্বোধন মহেশখালীতে হতদরিদ্রদের মাঝে Lions club of Cox’s Bazar এর ইফতার সামগ্রী বিতরণ মহেশখালী জাগ্রত ছাত্র সমাজের সংবাদ সম্মেলনঃঅনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি বাংলাদেশ আওয়ামী লীগ কুতুবজোম ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন আল্লামা ডক্টর জসিম উদ্দিন নদভী’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ধ্বংস প্যারাবনঃকোহেলীয়া-উজানটিয়ায় নদী দখল,চিংড়ি ঘের নির্মাণ মহেশখালীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভাঃ দুস্কৃতিকারীদের কেউ রেহাই পাবে না-জেলা প্রশাসক করোনা ভাইরাস হাতে নিয়ে পুলিশের সচেতনামূলক প্রচারণা জনসচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ কর্মসূচ… […]

Comments are closed.

- Advertisment -

Popular News

error: Content is protected !!