Wednesday, April 17, 2024
HomeNewsমহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ইশরাত মুহাম্মদ শাহ জাহানঃ

ব্যাপক প্রচার প্রচারণার মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে সম্পন্ন হলো মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন।

৩১ জানুয়ারি (সোমবার) উপজেলা প্রশাসনের টিটিসি হল রুমে সকাল ১০’টায় শুরু হয়ে বিকেল ১’টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

সর্বমোট ২৯’জন ভোটারদের মধ্যে প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গ্রহণ শেষে মহেশখালী উপজেলা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম হুমায়ুন কবির আজাদ, সহকারী নির্বাচন কমিশনার মহেশখালী পৌরসভার কাউন্সিলর ও গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণব কুমার দে এবং হোয়ানক আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কান্তি ভট্টাচার্য।

ভোট গ্রহন কর্মকর্তা হিসেবে ছিলেন, বড় মহেশখালী দারুল কোরআন সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা সিরাজুল হক রাসেল ও বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক নাসির উদ্দীন আরমান।

পুরো কক্সবাজার জেলা সহ মহেশখালী উপজেলার অফিস-আদালত, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, চায়ের দোকান ও রাস্তা ঘাটে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতারপূর্ণ উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত উক্ত নির্বাচনের ভোট গ্রহণ পরিদর্শন করেন মহেশখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকসুদ মিয়া, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ মাহ্ফুজুল হক, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই।

পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থেকে পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন মহেশখালী উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল করিম।

এতে ১৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন জাতীয় পত্রিকা দৈনিক সকালবেলা, দ্যা ডেইলি মর্নিং টাইমসের কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক সাগরদেশের সিনিয়র স্টাফ রিপোর্টার জে.এইচ.এম ইউনুছ, সর্বোচ্চ ২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক ইনানীর মহেশখালী উপজেলা প্রতিনিধি ও মহেশখালী ট্রিবিউন’র সম্পাদক আ ন ম হাসান, সাংগঠনিক সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক শিরোমণি’র কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ এরফান হোসাইন, কোষাধ্যক্ষ পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন কক্সবাজার৭১ পত্রিকার প্রতিনিধি হাফেজ মাওলানা খাইরুল আমিন, প্রচার ও দপ্তর সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় পত্রিকা দৈনিক যায়যায়দিন’র মহেশখালী উপজেলা প্রতিনিধি মিসবাহ্ উদ্দিন ইরান।

এছাড়াও নির্বাচন পরিদর্শন করেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইন্না আমিন, বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শহিদুল্লাহ, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কলিম উল্লাহ ও জসিম উদ্দিন, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রোকন, হরুন অর রশিদ, সাংবাদিক মোঃ শাহাব উদ্দিন, সিরাজুল হক, সৈয়দ মোজ্তবা আলী।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নিবার্চন উপহার দিতে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন, মহেশখালী থানার সেকেন্ড অফিসার এসআই মুফিজুল ইসলামের নেতৃত্বে এসআই শাহাদাত ও এসআই জসিম উদ্দিন সহ পুলিশের একটি বিশেষ টিম।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!