Friday, April 19, 2024
HomeNewsমহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনঃ ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনঃ ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ইশরাত মুহাম্মদ শাহ জাহানঃ মহেশখালীতে কর্মরত শিক্ষিত তরুণ গণমাধ্যমকর্মীদের বিশ্বস্ত সংগঠন “মহেশখালী উপজেলা প্রেসক্লাব” এর দ্বি-বার্ষিক নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার এম. হুমায়ুন কবির আজাদ।
১৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে প্রধান কমিশনার এম. হুমায়ুন কবির আজাদ মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। যাচাই-বাছাই শেষে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন ও প্রচার-দপ্তর সম্পাদক পদে ৩ জন সহ মোট ১১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন তিনি।
মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণের তারিখ ছিল ৯ জানুয়ারি, মনোনয়ন পত্র জমাদানের সময় ছিল ১২ জানুয়ারি, যাচাই-বাছাইয়ের দিন ছিলো ১৩ জানুয়ারি।
আগামী ১৬ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যহার, ১৭ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৩১ জানুয়ারি ভোট গ্রহনের কথা রয়েছে।
১৩ জানুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ১১ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম. হুমায়ুন কবির আজাদ।
এতে সভাপতি পদে মহেশখালী প্রেসক্লাবের বর্তমান আহবায়ক দৈনিক মেহেদীর ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল এস এর কক্সবাজার জেলা প্রতিনিধি স ম ইকবাল বাহার চৌধুরী, দৈনিক সকালবেলা’র কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক সাগরদেশের মহেশখালী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনানী ও দৈনিক অপরাধকণ্ঠের মহেশখালী উপজেলা প্রতিনিধি আ ন ম হাসান, দৈনিক চট্টগ্রামের পাতার ছিদ্দিক আহমদ আতিক, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক শিরোমণি’র কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক কক্সবাজার, দৈনিক আমাদের বার্তার মোঃ এরফান হোছাইন, দৈনিক মেহেদীর মহেশখালী উপজেলা প্রতিনিধি আব্দুল করিম রিফাত, কোষাধ্যক্ষ পদে দৈনিক গণকন্ঠ ও দৈনিক আমাদের কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রতিনিধি মিছবাহ্ উদ্দিন আরজু, দৈনিক কক্সবাজার ৭১ এর মহেশখালী প্রতিনিধি মোঃ খাইরুল আমিন, প্রচার-দপ্তর সম্পাদক পদে দৈনিক মাতৃভূমির সুব্রত আপন, দৈনিক দেশবার্তার হাফিজুর রহমান খান ও যায়যায়দিনের মিসবাহ উদ্দিন ইরানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নেমে পড়বর প্রচার প্রচারণায়। ৩১ তারিখ ভোটাররা প্রয়োগ করবে তাদের ভোটাধিকার।
Related News

1 COMMENT

  1. আমাদের ইশরাত মোহাম্মদ শাহজাহান ভাইয়ের নাম নাই কেন?

Comments are closed.

- Advertisment -

Popular News

error: Content is protected !!