HomeNewsমহেশখালীর কৃতি শিক্ষার্থী শাহারিয়ার মোহাম্মদ ইয়ামিন ডাকসু তে স্বতন্ত্র প্রার্থী।

মহেশখালীর কৃতি শিক্ষার্থী শাহারিয়ার মোহাম্মদ ইয়ামিন ডাকসু তে স্বতন্ত্র প্রার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ে নামলেন মহেশখালীর মেধাবী শিক্ষার্থী শাহারিয়ার মোহাম্মদ ইয়ামিন।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এই শিক্ষার্থী পূর্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ ও টেকসই ক্যাম্পাস গড়ে তোলা।

ইয়ামিন সংবাদমাধ্যমকে বলেন,

“সুস্থ দেহ, দূষণমুক্ত সবুজ ক্যাম্পাস—এ শিক্ষার্থীর অধিকার, এবং এ আমার চূড়ান্ত অঙ্গীকার।”

 

তিনি আরও যোগ করেন, চব্বিশের আন্দোলন এবং পূর্ববর্তী ছাত্র অধিকার আন্দোলনে সরাসরি অংশগ্রহণের অভিজ্ঞতা তাঁর প্রার্থিতাকে আরও দৃঢ় করেছে। গত এক বছরে তিনি স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তাঁর প্রার্থিতা ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইয়ামিন নির্বাচনী ময়দানে ইতিবাচক পরিবর্তনের নতুন বার্তা নিয়ে এসেছেন।

শাহারিয়ার ইয়ামিন বলেন,

“ইশতেহার শুধু কাগজে নয়, বাস্তব কাজে প্রতিফলিত হতে হবে। আমি একা নই, প্রতিটি শিক্ষার্থীই আমার শক্তি ও প্রেরণা।”

 

তিনি শীঘ্রই বিস্তারিত ইশতেহার ও কর্মপরিকল্পনা প্রকাশ করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ

ডাকসু নির্বাচনে পাঠকক্ষ সম্পাদক পদে এমরান খানের প্রার্থীতা ঘোষণা
ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে মহেশখালীর ফাতিমা তাসনীম জুমা 

Related News

Popular News

error: Content is protected !!