Thursday, April 18, 2024
HomeNewsBangladeshমহেশখালী পৌরসভা মেয়র মকছুদ মিয়া'র খোলা চিঠি

মহেশখালী পৌরসভা মেয়র মকছুদ মিয়া’র খোলা চিঠি

প্রিয় মহেশখালী পৌরবাসী ও সর্বস্থরের জনসাধারণ

আচ্ছালামু আলাইকুম/আদাব,নমস্কার,

হঠাৎ করে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে প্রাদুর্ভাবের কারণে আগামী ১১ই এপ্রিল অনুষ্টিতব্য মহেশখালী পৌরসভা নির্বাচন স্থগিত করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন।

স্থগিতমানে নির্বাচন বন্ধহয়ে গেছে এমন নয়, আগামীতে স্বাস্থ্য সম্মত, সুন্দর পরিবেশ অবশ্যই নির্বাচন অনুষ্টিত হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত আপনারা অবশ্যই সরকার কর্তৃক গ্রহীত সকল সিদ্ধান্ত তথা সাস্থ্যবিধি মেনে চলবেন।

নিয়মিত মুখে মাস্ক পরিধান করুন,আর বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করুন।

এতে করে কিছুটা হলেও করোনার সংক্রমণ হতে দুরে থাকা যাবে।

প্রিয় মহেশখালী পৌরবাসী,

আপনাদের একনিষ্ঠ একজন সেবক হিসেবে আপনাদের সুখে দুঃখে মহেশখালী পৌরসভা তে  অতীতেও ছিলাম,এখনো
আছি,আগামীতেও থাকব ইনশাআল্লাহ।

ভয়ের কোন কারন নেই,আল্লাহ মোদের সহায়,জনগণ মোদের শক্তি। আপনাদের প্রতিটা বিপদে আপদে আমি মকছুদ মিয়া নিজেকে বিলিয়ে দেব শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের সেবা করে যাবো ইনশা’আল্লাহ।

গতবছর করোনার প্রথম ধাপে যেভাবে আপনাদের মৌলিক অধিকার গুলো আপনাদের ঘরে ঘরে পৌছিয়ে দিয়েছিলাম…

ঠিক সেভাবেই আগামীতে আপনাদের জন্য,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে আসা আপনাদের মৌলিক অধিকারের অংশবিশেষ আপনাদের ঘরে ঘরেই পৌছিয়ে দেব ইনশাআল্লাহ।

সরকারের এই গৃহীত সিদ্ধান্তকে আমিও স্বাগত জানায় আপনাদেরকেও স্বাগত জানানো উচিত বলে মনে করি।

কারণ হিসেবে বলা যায়-মানুষের জীবনের চাইতে নির্বাচন কোনদিন মুল্যবান হতে পারে না।

সরকার যখনি মনে করবেন যে,করোনা ভাইরাসের সংক্রমণ কমিয়ে আসছে তখন যদি পুনঃনির্বাচনের
দিন তারিখ ঠিক করেন,তখনি আমরা/আপনারা আবারো নির্বাচনের জন্য প্রস্তুত হব ইনশাআল্লাহ।

তাই আপনারা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাসা থেকে বের হওয়ার সময় মুখে মাস্ক পরিধান করুন।

বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করুন।

যেখানেই যাবেন সর্বদা সাস্থ্যবিধি মেনে চলুন।

নিবেদকঃ
আলহাজ্ব মকছুদ মিয়া,

মেয়র- মহেশখালী পৌরসভা।
আসন্ন মহেশখালী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী।

Related News

1 COMMENT

  1. […] নৌপথে স্পীড বোট ভাড়া বৃদ্ধি মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া’র খোলা … ফলোআপঃ পৌর মেয়র মকছুদ মিয়াকে হত্যার […]

Comments are closed.

- Advertisment -

Popular News

error: Content is protected !!