Thursday, April 18, 2024
HomeNewsভ্রাম্যমাণ আদালতের অভিযান;সরকারি জমিতে নির্মাণ কাজ বন্ধ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান;সরকারি জমিতে নির্মাণ কাজ বন্ধ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নের চালিয়াতলী-বদরখালীর মূল সড়কের পশ্চিম পাশে সরকারি খাস জমিতে দোকান নির্মানকাজ বন্ধ করেছেন মহেশখালীর সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।

বুধবার (৯ জুন) বিকেল আনুমানিক ৫টায় কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী-বদরখালী সড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে উত্তর নলবিলার প্রভাবশালী ভুমিদস্যু অরুণ কান্তি বড়ুয়ার পুত্র মাষ্টার ছদির বড়ুয়া ও কালা বড়ুয়ার পুত্র সুবদি বড়ুয়া সরকারী খাস জমি দখল করে দোকান নির্মাণ করার খবর পেয়ে মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

উক্ত বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম আলমগীর জানান, মহেশখালীর কোথাও সরকারী জমি দখল কিংবা অবৈধ স্থাপনা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি সরকারী জমি উদ্ধারে স্থানীয়দের সহযোগীতা কামনা করেন।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!