Tuesday, April 23, 2024
HomeNewsবড় মহেশখালী ইউনিয়নে ভিজিডি কার্ডের চাউল বিতরণ শুরু

বড় মহেশখালী ইউনিয়নে ভিজিডি কার্ডের চাউল বিতরণ শুরু

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বড় মহেশখালী ইউনিয়নের সমাজের অসহায় হতদরিদ্র ছিন্নমূল পরিবারের মাঝে ভিজিডি কার্ড উপকার ভোগীদের ২০২১-২০২২ অর্থবছরের (জানুয়ারী-ফেব্রুয়ারী) ০২ মাসের ভিজিডি কার্ডের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

২০ জুন (রবিবার) সকালে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল ভিজিডি চাল বিতরণের কার্যক্রম শুভ উদ্ভোধন করেন।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত সহায়তা মাননীয় সংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের হাত ধরে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের প্রকৃত অসহায় হতদরিদ্র ছিন্নমূল পরিবারের মাঝে সুস্থভাবে বন্টন করা হচ্ছে। এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় ইউনিয়ন পরিষদের সচিব, সকল ইউপি সদস্য, তথ্যসেবা কেন্দ্রের উত্যোক্তা, গ্রাম আদালত সহকারী ও গ্রাম পুলিশ সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!