Friday, April 19, 2024
HomeNews৫৩৩ মিলিয়নের উপরে ফেসবুক ডাটাবেজ হ্যাক

৫৩৩ মিলিয়নের উপরে ফেসবুক ডাটাবেজ হ্যাক

আজ রবিবার (০৪) তারিখ বিশ্বের প্রায় বিভিন্ন দেশের ফেসবুক ইউজারের ডাটাবেজ হ্যাক হয়। ধারণা করা হচ্ছে কোন হ্যাকিং সোসাইটি বিনামূল্যে কয়েক লক্ষ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর এবং ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করেছেন। এরমধ্যে প্রায় বিভিন্ন দেশের প্রায় ৫৩৩ মিলিয়নের উপরে ইউজার রয়েছে বলে মনে করেন ফেসবুক এর টেকনিক্যাল টিম। যার মধ্যে যুক্তরাষ্ট্র হতে ৩২ মিলিয়ন, যুক্তরাজ্য ১১ মিলিয়ন, বাংলাদেশ হতে ৩ মিলিয়ন এবং ভারত হতে প্রায় ৬ মিলিয়নের ব্যবহারকারী রয়েছে। হ্যাক হওয়া উক্ত ডাটাবেজে তাদের ফোন নম্বর, ফেসবুক আইডি, পূর্ণ নাম, অবস্থান, জন্ম তারিখ, বায়োস এবং কিছু ক্ষেত্রে ইমেল ঠিকানা অন্তর্ভুক্ত রয়েছে। ফেসবুক টেকনিক্যাল টিম প্রত্যেক ইউজারকে পাসওয়ার্ড পরিবর্তন এবং স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার আহবান করেন।

হ্যাক হওয়া ডাটাবেজের বিভিন্ন দেশের পরিসংখ্যানঃ

১.আফগানিস্তান 558,393
২.আফ্রিকা 14,323,766
৩.আঙ্গুলা  50,889
৪.আলবেনিয়া 506,602
৫.আলজেরিয়া 11,505,898
৬.আর্জেন্টিনা 2,347,553

ফেসবুক ডাটাবেজ হ্যাক
৭.অস্ট্রিয়া 1,249,388
৮. অস্ট্রেলিয়া 7,320,478
৯. আজারবাইজান 99,472
১০. বাহরাইন 1,450,124
১১.বাংলাদেশ 3,816,339
১২. বেলজিয়াম 3,183,584
১৩. ভলিবিয়া 2,959,209
১৪. বতশোয়ানা 240,606
১৫. ব্রাজিল 8,064,916
১৬. ব্রুনাই 213,795
১৭. বুলগেরিয়া 432,473
১৮. বুরকিনা ফ্যাসু 6,413
১৯. বারুন্দি 15,709
২০.কামবুদিয়া 2,838
২১. ক্যামেরুন 1,997,658
২২. কানাডা 3,494,385
২৩. চিলি 6,889,083
২৪. চিনা 670,334

২৫. কলম্বিয়া  17,957,908ফেসবুক ডাটাবেজ হ্যাক
২৬. কোস্টারিকা 1,464,002
২৭. ক্রোয়েশিয়া 659,115
২৮. সাইপ্রাস 152,321
২৯. যেচে রিপাবলিক 1,375,988
৩০. ডেনমার্ক 639,841
৩১. ফিনল্যান্ড 1,381,569
৩২. ফ্রান্স 19,848,559
৩৩. জর্জিয়া 95,193
৩৪. জার্মানি 6,054,423
৩৫.সুইডেন 1,092,140
৩৬. সুইজারল্যান্ড 1,592,039
৩৭.সিরিয়া 6,939,528
৩৮.থাইওয়ান 734,807
৩৯. থিউনেশিয়া 39,526,412
৪০.তুনিশিয়া 1,595,346
৪১.তুরস্ক 19,638,821
৪২.তুর্কেমিনিস্তান 16,279
৪৩.সংযুক্ত আরব আমিরাত 6,978,927
৪৪. যুক্তরাজ্য 11,522,328
৪৫.উরুগুয়ে 1,509,317
৪৬. যুক্তরাষ্ট্র 32,315,282
৪৭.ইয়েমেন 4,617,359

৪৮.মিশর 44,823,547

৪৯. ভারত 6,162,450

৫০. ইরান 301,723 সহ আরও ৬৭ মোট ১০৭ টি দেশের টোটাল 533,313,128 জনের ফেসবুক ইউজারের ডাটাবেজ হ্যাক হয়।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!