Friday, April 19, 2024
HomeEducationপাঠকের অভিমতঃ বাংলা কবিতা

পাঠকের অভিমতঃ বাংলা কবিতা

হাসান মোহাম্মদ সোহাগ

আমি দেখেছি মানুষের ঘরবাড়ি হয়েছে ছারখার,

আমি দেখেছি মানুষেরা চোখের সামনে হয়েছে পরাপার।

আমি দেখেছি নৈরাজ্য ও লুটপাটের সমাহারে,
কতই না মানুষ কাটিয়েছে অনাহারে!

আমি দেখেছি বিচারহীনতার চলেছে অনেক কান্ড,
আমি দেখেছি বহু রাস্তা ঘাট হয়েছে লন্ড-ভন্ড।

আমি দেখেছি তরুণদের হাতে হাতে ইয়াবার ছড়াছড়ি,
আমি দেখেছি দিন দুপুরে গাঁজা বিক্রির চলছে পাঁয়তারি

আমি দেখেছি ঘূর্ণিঝড়ে নিঃস্ব হয়ে মানুষের আহাজারি,
আমি দেখেছি না দেখার ভান করে হেঁটে গেছে পথচারি।

আমি দেখেছি গুলিতে ঝাঁঝরা হতে এই পাঁজর,
আকাশ-বাতাস ভারি হয়েছিল হয়েছে অনেকেই কাতর।

আমি দেখেছি গভীর রাতে মানুষ হয়েছে লাশ,
আমি দেখেছি এইটা আবার চুপিয়ে দিয়ে করছে সর্বনাশ

আমি দেখেছি ভাই হারিয়ে বোনের আর্তনাদ,
আমি দেখেছি করাল গ্রাসে নিমজ্জিত অনেক বড় ফাঁদ।

আমি দেখেছি দিন দুপুরে মানুষ হয়ে যেতে খুন,
আমি দেখেছি বিচারের জন্য পুলিশের বেজে উঠে ফোন

আমি দেখেছি পানিতে ভেসে আসা লাশের গন্ধ,
নিরুপায় হয়ে এড়িয়ে গেছি যেন চোখ থাকিতেই অন্ধ!

আমি দেখেছি ভারাক্রান্ত মনে তরুণদের চোখে জল,
আমি দেখেছি চাকুরির জন্য শিক্ষিত সমাজের ঢল।

আমি দেখেছি করোনাকালে নানা পরিবার ছিল অসহায়,
নিরুপায় হয়ে কাটিয়েছে অনেক উপবাস অবস্থায়।

আমি দেখেছি ত্রাণের জন্য কতই মানুষের সারি,
আমি দেখেছি ত্রাণ লুটপাটে হয়েছে আহামারি!

বিচারের বাণী নিভৃতে কেঁদে মরছে বারবার!
বিচারের আশায় গিয়ে মানুষ
ফিরে আসতে হয় কেন আবার?

গ্রাম আদালত লোপ পেয়েছে,
বিচার বসেছে ফাঁড়িতে,
বিচার না পেয়েও বহুবার ফিরে যেতে হয়েছে বাড়িতে!

বেকার যুবক কর্মের খোঁজে গিয়েছে দুয়ারে দুয়ারে,
তাদের স্বান্ত্বনা দিয়ে ফিরিয়েছে মুখের বুলির জেয়ারে।

কতই কিছু করবে বলে বেড়িয়েছে সারাক্ষণ,
কাজের বেলায় কিছু হয়নি,চলে গেছে কিছু আপনজন।

নোটঃ আমরা আগামীতে এমনটা চাই না,
শান্তি ও সুশৃঙ্খল মাতারবাড়ি চাই।

Related News

3 COMMENTS

Comments are closed.

- Advertisment -

Popular News

error: Content is protected !!