Friday, March 29, 2024
HomeEducationকবিতা- কৃষকের ছেলে কৃষিবিদ!

কবিতা- কৃষকের ছেলে কৃষিবিদ!

কৃষকের ছেলে কৃষিবিদ হবো আশা আছে মনে,

কৃষিবিদ হয়ে সব সময় থাকবো  কৃষকের সনে।

কৃষিবিদ হল কৃষকের শত সংগ্রামের সঙ্গি,

সুখে দুখে বিপদে আপদে থাকে অঙ্গা অঙ্গি।

 

কৃষকের ঘরে জন্ম আমার দেখেছি কৃষকের কষ্ট,

হাজার মানুষের খাদ্য যোগায় নিজের জীবন করে নষ্ট।

বুকে হাজার কষ্ট নিয়ে যায় কৃষক কাজে,

সারা দিন কাজ করে বাড়িতে ফিরে সাঁঝে।

 

একটু দুরে দৃষ্টি দিলে দেখতে মোরা পাই,

সারা দিন কাজ করে কৃষক বিশ্রামের সময় নাই।

সবুজে শ্যামলে ভরপুর মাঠের পরে মাঠ,

চাষি ভাইয়েরা চাষ করে ফলায় ধান গম পাট।

 

সারা জীবন রোদে পুরে বৃষ্টিতে ভিজে,

ফসল ফলায় বাংলার কৃষক একা একা নিজে।

কৃষকের প্রানের দাবি একটাই ফসলের নায্য মূল্য,

মাথার ঘাম পায়ে ফেলে দেয় শ্রম যার নাই তুল্য।

 

কৃষিবিদ হয়ে ঘরে বসে থাকা নয় নতুন পথ চলা,

উন্নত প্রযুক্তির  ব্যবহারের মাধ্যমে কৃষির উন্নয়ন করা।

কৃষি কাজ মহান পেশা কৃষক অতি দামি,

কৃষিবিদ হয়ে কৃষকের পাশে থাকতে চাই আমি।

 

বাংলাদেশের উন্নয়নে কৃষিবিদ ফুটন্ত গোলাপ ফুল,

কৃষক ও কৃষিবিদের পরিশ্রম বাংলার উন্নয়নের মূল।

দেশ ও জাতির উন্নয়ন হোক কৃষিবিদের ভাবনা,

কৃষি ও কৃষকের প্রতি রইলো আমার শুভ কামনা।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!