Tuesday, April 23, 2024
HomeNewsমাদার ভেসেল এখন মাতারবাড়িতে;মহেশখালীর ইতিহাসে নতুন মাইলফলক

মাদার ভেসেল এখন মাতারবাড়িতে;মহেশখালীর ইতিহাসে নতুন মাইলফলক

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহি প্রথম কার্গো মাদার ভেসেল “ভেনাস ট্রায়াম্প” । সব কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পরীক্ষামূলকভাবে উন্নত চ্যানেলের মাধ্যমে মহেশখালীর মাতারবাড়ি জেটিতে সরাসরি প্রথম ভিড়েছে মালবাহী ‘মাদার ভেসেল’ খ্যাত ‘ভেনাস ট্রাইয়াম্প’ নামের জাহাজটি। মঙ্গলবার ২৯ ডিসেম্বর সকাল ১০ঃ১৫ ঘটিকায় জাহাজটি মাতারবাড়ী জেটিতে নোঙর করে। এটি ইতিহাসে মাইলফলক হয়ে রইল। পদ্মা সেতুর পর এ সরকারের আমলে এটি আরও একটি বড় ধরনের সফলতা এবং স্বপ্নের বাস্তবায়ন।এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাচ্ছি অভিবাদন।

পানামার পতাকাবাহী মাদার ভেসেল ভেনাস ট্রায়াম্প মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লাবিদ্যুৎ কেন্দ্রের স্ট্রিম জেনারেটর তথা ইলেকট্রনিকস সামগ্রীর মালামাল নিয়ে নোঙর করে।

প্রাপ্ত তথ্য মতে জাপানি কনস্ট্রাকশন কোম্পানি জাহাজটি করে নিয়ে আসছে  বিদ্যুৎ কেন্দ্রের মালমাল। এসময় চট্টগ্রাম বন্দর থেকে আগত উর্ধ্বতন কর্মকতা সহ মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা জাহাজটিকে অভ্যর্থনা জানান।

উল্লেখ্য বঙ্গোপসাগরের কূলঘেসে গড়ে ওঠা দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, ডিজিটাল আইল্যান্ড কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী। এই মহেশখালীতেই বাস্তবায়ন হচ্ছে বর্তমান সরকারের মেগা প্রকল্প। এরই অংশ হিসেবে মহেশখালীর মাতারবাড়িতে পুরোদমে এগিয়ে চলছে ১২০০ মেগাওয়াট সুপার ক্রিটিকেল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ। প্রকল্পটি বাস্তবায়নে কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ সরঞ্জামসহ মালবাহী মাদার ভেসেল (পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ) নামে পরিচিত ‘ভেনাস ট্রাইয়াম্প’ নামের জাহাজটি ট্রায়াল হিসেবে  ভিড়েছে আজ ২৯ ডিসেম্বর।  নতুন চ্যানেল দিয়ে আজ ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ঃ১৫ ঘটিকায় মাতারবাড়ী জেটিতে নোঙর করে এ জাহাজটি। পানামার পতাকাবাহী জাহাজটি গত ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার ‘পেলাভুবন সিলেগন’ বন্দর থেকে স্ট্রিম জেনারেটর তথা ইলেকট্রনিকস সামগ্রীর যন্ত্রপাতি নিয়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের উদ্দেশ্য রওনা দিয়েছিলেন।

 

সরজমিন পরিদর্শনে দেখা যায়, মাতারবাড়িতে কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত অস্থায়ী জেটিতে নোঙর করছে জাহাজটি। জাজাজটি জাহাজটি ভেড়ানোর জন্য প্রস্তুত করা হয়েছে ২৫০ মিটার প্রস্হ ও  ১৮ মিটার গভীরের ১৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেল।

দেশে সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১২০০ মেগাওয়াট মাতারবাড়ী সুপার-ক্রিটিকেল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে। পরীক্ষামূলকভাবে উন্নত চ্যানেলের মাধ্যমে মাতারবাড়ী জেটিতে সরাসরি প্রথম মালবাহী মাদার ভেসেল নোঙর করা মহেশখালী তথা বাংলাদেশের জন্য একটি ‘বিশেষ মাইলফলক’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে দেশে শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার লক্ষ্য কাজ করছে সরকার।

বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সময় সাপেক্ষ, বাস্তবসম্মত ও টেকসই পদক্ষেপ গ্রহণের ফলে গত ১১ বছরে ১৮ হাজার ৬০৬ মেগাওয়াট ক্ষমতার ১১৩টি নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩ হাজার ৫৪৮ মেগাওয়াটে পৌঁছেছে এবং দেশের প্রায় ৯৮ শতাংশ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে।

মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্র

সরকার বিদ্যুৎ সরবরাহে দেশকে স্বনির্ভর করতে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও গতিশীল নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে।

 

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!