HomeNewsশহীদ মিনারে এনসিপি র সমাবেশ শুরু

শহীদ মিনারে এনসিপি র সমাবেশ শুরু

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগ সরকার পতনের এক দফা আন্দোলনের এক বছর পূর্তিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের সমাবেশ শুরু করেছে।

এই সমাবেশের মধ্য দিয়েই দলটির সারা দেশে মাসব্যাপী “জুলাই মার্চ” কর্মসূচিরও সমাপ্তি ঘটছে।

রবিবার বিকেল ৫টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঞ্চে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা মণ্ডলীর কয়েকজন সদস্য, যাদের মধ্যে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সর্জিস আলম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদসহ আরও অনেকে।

সমাবেশের আগে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি মঞ্চ নির্মাণ করা হয়, যেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন এনসিপি নেতাকর্মীরা।

সকাল থেকেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি ইউনিটের কর্মীরা ব্যানার, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় ফিতি পরে সমাবেশস্থলে উপস্থিত হন। তারা শুধু দলীয় স্লোগানই নয়, সম্প্রতি জুলাই আন্দোলনে ব্যবহৃত জনপ্রিয় স্লোগানগুলোও দেন।

সমাবেশস্থলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

দুপুর ২টার মধ্যে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও ডগ স্কোয়াডকে এলাকা টহল দিতে দেখা যায়।

সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Related News

Popular News

error: Content is protected !!