Friday, March 29, 2024
HomeEducationইঞ্জিনিয়ারিংয়ে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় আবিপ্রবি

ইঞ্জিনিয়ারিংয়ে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় আবিপ্রবি

স্পেন ভিত্তিক র‍্যাংকিং ইন্সটিটিউশন Scimago Institutions এর র‍্যাংকিং অনুযায়ী ইঞ্জিনিয়ারিংয়ে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় আবিপ্রবি । তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ( সিএসই ) ডিপার্টমেন্ট দেশের চতুর্থ স্থানে এবং ওভার অল দেশের র‍্যাংকিংয়ে ১৬ তম স্থানে অবস্থান করে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( আবিপ্রবি )।

ইঞ্জিনিয়ারিং র‍্যাংকিং এ দেশের যেসব বিশ্ববিদ্যালয় তালিকায় প্রথম সারিতে রয়েছে-

  1. Ahsanullah University of Science and Technology ( AUST )
  2. Bangladesh University of Engineering and Technology ( BUET )
  3. Chittagong University of Engineering and Technology ( CUET )
  4. University of Chittagong ( CU )
  5. Rajshahi University of Engineering and Technology ( RUET )
  6. University of Dhaka ( DU )
  7. Khulna University ( KU )
  8. Dhaka University of Engineering and Technology ( DUET )
  9. Islamic University of Technology ( IUT ) and Independent University Bangladesh ( IUB )
  10. Jahangirnagar University ( JU )

What is scimago ranking?

স্পেনভিত্তিক Scimago Institutions Ranking হল গবেষণা সম্পর্কিত ৩ টি ইন্ডিকেটর (Research performance, Innovation outputs and Societal impact measured by their web visibility ) এর উপর ভিত্তি করে পরিচালিত পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য গবেষণা র্যাংকিং সিস্টেম। এটি পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান গুলোকে নিয়ে র্যাংকিং করে থাকে।

র‍্যাংকিং এর ক্ষেত্রে শুধু প্রকাশনার সংখ্যাই র্যাংকিং-এর জন্য গুরুত্বপুর্ন নয় বরং এর সাথে গবেষণা সম্পর্কিত আরও ১৫টি প্যারামিটার বিবেচনা করা হয়।

যেসকল প্যারামিটার সমূহকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ঃ

Research (50%)

  • Normalized Impact (NI) – 13%
  • Excellence with Leadership (EwL) – 8%
  • Output (O) – 8%
  • Scientific Leadership (L) – 5%
  • Not Own Journals (NotOJ) – 3%
  • Own Journals (OJ) – 3%
  • Excellence (Exc) – 2%
  • High Quality Publications (Q1) – 2%
  • International Collaboration (IC) – 2%
  • Open Access (OA) – 2%
  • Scientific Talent Pool (STP) – 2%

Innovation (30%)

  • Innovative Knowledge (IK) – 10%
  • Patents (PT) – 10%
  • Technological Impact (TI) – 10%

Societal (20%)

  • Altmetrics (AM) – 10%
  • Inbound Links (BN) – 5%
  • Web Size (WS) – 5%

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য, বিগত ২০০৯ সালে বাংলাদেশের ৫টি প্রতিষ্ঠান প্রথমবারের মত এই র্যাংকিং-এ স্থান করে নিয়েছিল এবং এই সংখ্যা পরের বছর থেকে জ্যামিতিক হারে ক্রমেই বেড়ে ২০২০ সালে ২০টিতে দাড়িয়েছিল। 

সেই র‍্যাংকিং এ আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থান না পেলেও ২০২১ সালে দুইটি গবেষণা প্রতিষ্ঠান (ICDDRB ও BCSIR) এবং ২৮টি বিশ্ববিদ্যালয় এই র্যাংকিং-এ স্থান পেয়েছে যার মধ্যে সম্মিলিত ভাবে আবিপ্রবি’র অবস্থান ১৬তম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর অবস্থান ৪র্থ,  এবং ইন্জিনিয়ারিং এ আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১ম।

 

 

Related News

5 COMMENTS

  1. দেশের সেরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অস্ট, এইটা আমি আগেই জানতাম।
    নতুন করে লিস্ট বানানোর কিছু তো নাই

  2. কুয়েট বাংলাদেশ থেকে ব্যাগপ্যাক গুছিয়ে কুয়েতে চলে গেছে -_-

Comments are closed.

- Advertisment -

Popular News

error: Content is protected !!