Friday, March 29, 2024
HomeNewsআল্লাহকে পাওয়ার সহজ পন্থা মানুষকে ভালবাসা- রক্তবন্ধু মাতারবাড়ী

আল্লাহকে পাওয়ার সহজ পন্থা মানুষকে ভালবাসা- রক্তবন্ধু মাতারবাড়ী

এম. কাইছারুল ইসলামঃ

করোনা এখন বিশ্বজুড়ে পরিচিত আতঙ্কের নাম। সর্বদা ছড়িয়ে পড়ছে করোনা ভয়, সঙ্গে ক্ষুধার জ্বালায় মানুষ আজ বাকরূদ্ধ।

এমন পরিস্থিতিতে সরকারের পাশাপাশি এগিয়ে এসেছেন বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

একইভাবে কাজ করছেন- মাতারবাড়ীর স্থানীয় কয়েকজন সচেতন যুবক। তারা গঠন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তবন্ধু মাতারবাড়ী’।

নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে অসহায় দিনমজুর ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা।

সচেতন ও উদ্যোমী এই যুবক দলের একজন মোহাম্মদ হোবাইব। এলাকার অন্য যুবকদের সঙ্গে নিয়ে অসহায়দের পাশে থাকার চেষ্টা করছেন রাত-দিন।

“আল্লাহকে পাওয়ার সহজ তরিকা হল মানুষকে ভালবাসা”

এই স্লোগানকে বুকে ধারণ করে তারা লড়ছেন করোনা মোকাবিলার মানবিক বার্তা নিয়ে।

তারই ধারাবাহিকতায় শনিবার (২১শে আগষ্ট) মাতারবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের খন্দারবিল, বান্ডি সিকদার পাড়া, ওয়াপদার পাড়া, বানিয়া কাটার ৬৬ হতদরিদ্র পরিবারের মাঝে সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন রক্তবন্ধু মাতারবাড়ী’র সদস্যবৃন্দ।

এসময় সামাজিক সংগঠন “রক্তবন্ধু মাতারবাড়ী” এর এডমিন মাওলানা মোহাম্মদ হোবাইব মহেশখালী ট্রিবিউন কে বলেন, করোনার ভয়াবহ পরিস্থিতিতে দেশ এখন এক ক্রান্তিকাল সময় পার করছে, দেশের খেটে খাওয়া গরীব অসহায় মানুষগুলো এই দুঃসময়ে মানবেতর জীবন যাপন করে আসছে। আমরা রক্তবন্ধুর সদস্যরা আমাদের সাধ্যমতে কিছু খাবার ব্যবস্থা করে তাদের পাশে দাঁড়িয়েছি।

দেশের এই ক্রান্তিলগ্নে বিত্তশালীদের কাছে অনুরোধ করে তিনি আরও বলেন, যে যার অবস্থান থেকে গরীব অসহায়দের পাশে দাঁড়ান। তাঁদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

উল্লেখ্য যে, গত ১০ আগষ্ট রক্তবন্ধু মাতারবাড়ী সংগঠনটির পক্ষ থেকে মাতারবাড়ীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকার সাইট পাড়া, নয়া পাড়া, সাইরার ডেইল এলাকায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিলো।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!