Thursday, March 28, 2024
HomeSportsআজ ঢাকায় পা রাখছে ওয়েস্ট ইন্ডিজ;টাইগারদের অনুশীলন শুরু

আজ ঢাকায় পা রাখছে ওয়েস্ট ইন্ডিজ;টাইগারদের অনুশীলন শুরু

বহু কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে আজ ঢাকায় পা রাখছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে ঢাকা আসছে। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আজ ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে ক্যারিবীয় দল। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

 

বৈশ্বিক মহামারী করোনার কারণে এত দিন বন্ধ ছিলো টাইগারদের আন্তর্জাতিক সিরিজ। মধ্য সময়ে কিছু ঘরোয়া লীগ হলেও আর কোনো ক্রিকেট খেলেননি টাইগাররা। করোনা পরিস্থিতিতির উপর নির্ভর করেই আগামী ২০ জানুয়ারী শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। করোনা পরিস্থিতিতে মাঠে দর্শক রাখার সাহস একটু দুঃসাহস হিসেবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। অনেক দেশ আন্তর্জাতিক ক্রিকেটে দর্শক ফেরালেও, বিসিবি ঘরোয়া দুই টুর্নামেন্টের মতই দর্শক শুণ্য রাখার কথা ভাবছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও।

এক বছর আগে যেখানে বাংলাদেশে কোনো আন্তর্জাতিক সিরিজ রীতিমত ক্রিকেট উৎসব। সেখান করোনা পাল্টে দিলো পরিস্থিতি,বদলে দিল দৃশ্যপট। ক্রিকেট মাঠে দর্শকদের উপস্থিতি এখন কল্পনা করাও কঠিন। তাই উৎসবের রঙ বা আমেজ কোনোটাই নেই, যদিও আজ ঢাকায় পা রাখছে ওয়েস্ট ইন্ডিজ।

করোনার প্রকোপ কিছুটা কমলেও বিপদজনক হওয়ায় খেলার মাঠে দর্শকদের থাকা না থাকা নিয়ে চলছে নানান আলোচনা। তবে দর্শকদের না থাকার বিষয়টি এখনো চূড়ান্ত নয়। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেবে বোর্ড।

 

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা দর্শকবিহীন করার কথা ভাবছি। দেখি….. এটা নিয়ে আলোচনা চলছে, সময় আছে। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত বিসিবির অবস্থান দর্শকবিহীন।’

নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধি শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বেই। এই পরিস্থিতির মধ্যেও সিডনি টেস্টে দর্শকদের প্রবেশাধিকার দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট পরিমাণ দর্শকদের খেলা দেখার ব্যবস্থা করে দিলে আরও প্রাণবন্ত হয়ে উঠতে পারে দীর্ঘ দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের প্রত্যাবর্তন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ (১০ জানুয়ারি) থেকে থেকে আনুষ্ঠানিক অনুশীলনে নামছে টাইগাররা।

দুই দফা করোনা পরীক্ষা শেষে স্কোয়াডে থাকা সবার ফল নেগেটিভ আসা সাপেক্ষে অনুশীলন শুরু করবেন টাইগাররা।

উল্লেখ্য, করোনার মধ্যে উইন্ডিজদের এটি তৃতীয় সিরিজ। এর আগে তারা ইংল্যান্ড, নিউজিল্যান্ড সফর করেছে। বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজ।

Related News

3 COMMENTS

  1. […] ইন্ডিজের মধ্যকার বঙ্গবন্ধু সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০০ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেয়েছে […]

Comments are closed.

- Advertisment -

Popular News

error: Content is protected !!