নিজস্ব প্রতিবেদকঃ দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নে আবুল কাশেম(৭০) নামে এক বৃদ্ধ মোটরসাইকেল দূর্ঘটনায় মৃত্যু হয়েছে।
মৃত আবুল কাশেম হোয়ানক ইউনিয়নের ধলঘাটা পাড়া এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ধলঘাটা পাড়া জামে মসজিদ থেকে শবে বরাতের নামাজ শেষে আবুল কাসেম নিজ বাড়িতে ফিরেছিলেন। রাস্তার বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মোটরসাইকেল হঠাৎ পথচারী আবুল কাশেমের গাঁয়ের উপর দিয়ে তুলে দেয়।
এতে ঘটনাস্থালে আবুল কাসেম মারা যায়।