আজ পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ছিল অসাধারণ। প্রথম সেশনেই মুমিনুল তুলে নেয় তার ১১তম টেস্ট শতক এবং শান্ত তার মেইডেন শতককে টেনে করে ফেলে দেড়শতাধিক রান। হালকা ভুল শটের কারণে ১৬৩ তে থেমে যায় শান্ত-র দুর্দান্ত ইনিংসটি। লাহিরু কুমারার বলে তার হাতেই ক্যাচ তুলে দেয় শান্ত। ভেঙে যায় শান্ত-মুমিনুলের ২৪২ রানের রেকর্ড জুটি। পরবর্তীতে ধননজয়ার বলে মুমিনুলের ইনিংস থামে ১২৩ রানে।
পুরোদিনে শ্রীলঙ্কার প্রাপ্তি ছিল শুধু দুটি উইকেট। মুমিনুল ও শান্তর পর বাংলাদেশের ইনিংসের ভিত ধরেছেন মুশফিক ও লিটন। দিনশেষে ৫০ রানের জুটি করে ক্রিজে টিকে আছেন দুজনই। ৩য় দিনে ১ম সেশনের পরই ডিক্লেয়ার দিতে পারে বাংলাদেশ। ব্যাটিং পিচে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের সামনে ভালোই পরীক্ষা দিতে হবে বাংলাদেশি বোলারদের।
২য় দিনের ওভার ঘাটতির কারণে ৩য় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে।
- স্কোর – ২য় দিন শেষে
বাংলাদেশ ১ম ইনিংস- ৪৭৪/৪, ওভার ১৫৫ ( শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৪০*, লিটন ২৫*, বিশুয়া ২/৭৫)