নিজস্ব প্রতিবেদকঃ
মহেশখালী পৌরসভার কর্মজীবী ল্যাকটেটিং মহিলাদের ভাতা বিতরণ করা হয়েছে।
২৫জুলাই (রবিবার) পৌর কার্যালয়ে প্রতিটি ওয়ার্ডের ভাতা ভোগীদের মাঝে ভাতা বিতরণ করেন মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।
ভাতা বিতরণকালে পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া বলেন- বর্তমান সরকার জনগণের সরকার। কোনো শিশু ও মা যাতে অপুষ্টিতে না ভোগে, সেজন্য প্রধানমন্ত্রী ভাতার ব্যাবস্থা করেছেন৷ আপনারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
মহেশখালী পৌর প্রশাসন সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৪০৬ জন ল্যাকটেটিং মহিলাদের মাঝে সর্বমোট ৩৩লক্ষ ৬৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
ভাতা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর রতন কান্তি দে, মকসুদ আলম, সোনালী ব্যাংক মহেশখালীর কর্মকর্তা আব্দুল খালেক, রিপন কান্তি দে সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বৃন্দ ৷