Tuesday, September 10, 2024
HomeNewsBangladeshলেখা আহবান: সাংবাদিক শফিক উল্লাহ্ খাঁনের স্মরণে স্মরণিকা প্রকাশ

লেখা আহবান: সাংবাদিক শফিক উল্লাহ্ খাঁনের স্মরণে স্মরণিকা প্রকাশ

বার্তা পরিবেশকঃ

মহেশখালী প্রেসক্লাব-এর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব শফিক উল্লাহ্ খাঁন এর-স্মরণে স্মরণিকা প্রকাশে লেখা আহবান করা হচ্ছে।

পর্যটন নগরী কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সাংবাদিকতা জগতের পথিকৃৎ, মহেশখালী প্রেসক্লাব-এর সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ সাংবাদিক, সাম্য, মানবিক ও সৃজনশীল চিন্তার অধিকারী মরহুম আলহাজ্ব শফিক উল্লাহ্ খাঁন এর-স্মরণে মহেশখালী প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।

আগামী ৩০ই অক্টোবর ২০২১ইং এর মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আপনার মূল্যবান লেখা/বাণী পাঠানোর বিশেষভাবে আহবান করা হচ্ছে।

মহেশখালী প্রেসক্লাব-এর সাবেক সভাপতি মাহবুব রোকন, বর্তমান সভাপতি আবুল বশর পারভেজ, সাধারণ সম্পাদক এম সালামত উল্লাহ ও অর্থ সম্পাদক মাকছুদ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহবান জানানো হয়।

এছাড়াও ওই প্রেস বিজ্ঞপ্তিতে মহেশখালী উপজেলার সর্বজন শ্রদ্ধেয় এই প্রবীণ সাংবাদিকের সহকর্মী,বন্ধু, আত্মীয়-স্বজন,শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীসহ সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণ স্মরণিকা প্রকাশের এই উদ্যোগকে সফল ও সাফল্যমন্ডিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

লেখা পাঠানোর ঠিকানা:
ফোন:
01818-067070, 01850-393497

ই মেইল: ashrafkhan.du.bd.97@gmail.com,
s.u.k.moheskhali56@gmail.com

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!