Thursday, March 23, 2023
HomeHealthলিঙ্গ বড় করার সহজ উপায় কি?

লিঙ্গ বড় করার সহজ উপায় কি?

লিঙ্গ বড় করার সহজ উপায় কি কি তা আজকাল প্রত্যেকের মনে একটা মনে একটা প্রশ্ন। অনেকের ইচ্ছা থাকে তার লিঙ্গ যেন বড় হয়। কিন্তু তা কিভাবে করা সম্ভব সে বিষয়ে আজকে আমাদের আলোচনা।

চলুন বন্ধুরা আজকে আমরা তাহলে লিঙ্গ বড় করার সহজ উপায় গুলো কি কি জেনে নিই।

Disclaimer: এই লেখাতে কিছু সেক্সুয়াল বিষয় থাকতে পারে। আপনি যদি ১৮ বছরের বয়সের নিচে হয়ে থাকেন তাহলে এই পোস্টটি এড়িয়ে চলুন।

লিঙ্গ কি?

সত্যিকার অর্থে লিঙ্গ হলো যেকোনো প্রাণীর পরিচয়ের একটি মাধ্যম।  তবে আজকে আমরা আজকে জানবো মানব প্রজাতির শনাক্তের লিঙ্গ নিয়ে।

লিঙ্গ হলো নারীর নারীত্ব এবং পুরুষের পুরুষত্ব বিষয়ক পার্থক্যকারী এক বৈশিষ্ট্য।

শরীরের নানা বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে লিঙ্গ পরিচয় ঘটলেও সবাই বিভিন্ন দৃষ্টিকোণের উপর নির্ভর করে উক্ত বৈশিষ্ট্য গুলোতে জৈবিক যৌনতা (যেমন নারী ও পুরুষের) এর উপর নির্ভর করে লিঙ্গ পরিচয় দেয়।

লিঙ্গ কত প্রকার ও কি কি?

লিঙ্গ চার প্রকার।
যেমনঃ
১. পুরুষ লিঙ্গ
২. স্ত্রী লিঙ্গ
৩. উভয় লিঙ্গ
৪. ক্লীভ লিঙ্গ

বর্তমানে অনেকে ট্রান্স-জেন্ডার এর কথা বলে থাকে তবে অনেকে জেন্ডার-ইকুয়ালিটি এর কথা বলতে গিয়ে এই কথাটা বলে থাকে। আবার অনেকে ইন্টারসেক্স বা উভলিঙ্গ হয়ে জন্মায় যারা একই সাথে নারী ও পুরুষের শারীরিক বিশেষত্ব অঙ্গ নিয়ে জন্মায়।

Transgender, Gender-equality এগুলা নিয়ে অন্য একদিন আলোচনা করা হবে। ক্লীভ লিঙ্গ কি তাও আমাদের আজকে দরকার নেই। এটি বলতে গেলে বাংলা ব্যাকরণ নিয়ে সহজে আলোচনা করা লাগবে।

প্রথমে আসি পুরুষাঙ্গ বা লিঙ্গ কত প্রকার, লিঙ্গ বড় করা যায় কিনা, লিঙ্গ বড় করার উপায় গুলো কি এবং এটি কেন করবেন বা লিঙ্গ বড় করলে সুবিধা কি তা নিয়ে একটু আলোচনা করা যাক।

লিঙ্গ বড় করা যায় কিনা?

লিঙ্গ বড় করা যায় কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ  লিঙ্গ বড় করা যায়। তবে এর জন্য উপায় আছে দুইটি।
‌অপারেশন এর মাধ্যমে লিঙ্গ বড় করা
‌প্রাকৃতিক উপায়ে লিঙ্গ বড় করা

তবে কেন লিঙ্গ বড় করবেন এবং কাদের এটি করা উচিৎ সে বিষয়ে আজকে আমাদের একটা ধারণা নেওয়া উচিৎ।

পার্ফেক্ট লিঙ্গের সাইজ কত?

একটি লিঙ্গের সাইজ ২ ইঞ্চি থেকে স্থান ভেদে ১১ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে।

এশিয়া মহাদেশে পুরুষের এভারেজ লিঙ্গের সাইজ ৪ ইঞ্চি থেকে ৫.২ ইঞ্চি হয়ে থাকে। অনেকের আবার ৬-৭ ইঞ্চি হয়ে থাকে। তবে লিঙ্গের সাইজ ছোট খাটো হলেও স্ত্রীকে তৃপ্তি দেওয়া সম্ভব। ২ ইঞ্চি লম্বা পেনিস নিয়ে স্ত্রীকে অর্গাজম করা যাবে এমনটা মনে করেন বিশেষজ্ঞরা। লিঙ্গের সাইজ ২ ইঞ্চি হলেও স্ত্রীকে তৃপ্তি দেওয়া সম্ভব।

পেনিস কত প্রকার?

প্রায় ৭ ধরনের পেনিস বা penis রয়েছে। যেমনঃ

১. পেন্সিল পেনিসঃ
পেন্সিল পেনিস তথা pencil penis এর আকার স্বাভাবিক এর তুলনায় লম্বা এবং সরু। একটি পেন্সিল পেনিস লিঙ্গের সাইজ ৭-৮ ইঞ্চি পর্যন্ত হতে পারে। আফ্রিকা উপমহাদেশের অনেকের এই ধরনের penis রয়েছে।

২. পেপার পেনিসঃ
পেপার পেনিস তথা paper penis এর সাইজ সাধারণত আকারে খাটো কিন্তু মোটা বেশি হয়ে থাকে। এশিয়া উপমহাদেশের অনেকের এই ধরনের dick রয়েছে।

৩. কোন
শঙ্কু আকৃতির মত বাকানো থাকে। এটি সাধারণত উপরিভাগ সরু। এক্ষেত্রে ফোরস্কিন তুলনায় দৃঢ় থাকে।

৪. বানানা
এই ধরনের লিঙ্গ গুলো দেখতে অনেকটা কলা (Banana) আকৃতির মত দেখতে বলে অনেকে এটাকে বানানা তথা কলা আকৃতির পেনিস বলে থাকে। সাধারণত দেখা যায় এই ধরনের লিঙ্গ গুলো বাঁ বা ডানদিকে হালকা বাঁকানো থাকে।

এই পেনিস হালকা বেঁকে থাকলে সুখবর তবে যদি বেশি বেঁকে থাকলে সেক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশনের আশঙ্কা থাকতে পারে।
সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ যৌন রোগের চিকিৎসক এর পরামর্শ নিতে হবে।

৫. হ্যামার
হ্যামার তথা হাতুড়ি এর মত দেখতে বলে এর নাম দেওয়া হয়েছে হ্যামার জাতীয় পেনিস। এটি দেখতে অনেকটা হাতুড়ির মত আগা মোটা গোড়া চিকন। নিম্ন ভাগের তুলনায় অগ্রভাগ সব সময় একটু মোটা থাকে।

৬. সসেজ
এটি একটি পার্ফেক্ট পেনিস যা সব দিক দিয়ে সমান।  সাধারণ মাপের পেনিস দেখতে অনেকটা স্মার্ট।

৭. কিউকাম্বার
কিউকাম্বার নাম শুনেই বুঝা যাচ্ছে এটি দেখতে কি রকম হতে পারে। গুরুত্ব ও গুনের বিচারে এটিও দেখতে সসেজ পেনিসের মতই। এটি সাধারণ আকারের এবং অনেক বেশি দেখা যায়।

( সূত্রঃ imedicareltd )

কাদের লিঙ্গ বড় করা উচিৎ?

স্ত্রী বা সঙ্গিনীর সাথে ইন্টারকোর্স, সেক্স বা মিলন করতে গেলে অনেকেই লজ্জায় পড়ে এই ভেবে যে আমার সঙ্গিনীর  আমার পেনিস পছন্দ হবে কিনা। কিন্তু এই ধারণা পোষণ করে থাকা মুঠেও উচিৎ নয়। কারণ সৃষ্টিকর্তা কাউকে অযোগ্য করে পৃথিবীতে পাঠাননি।

তবুও কিছু নারীর চাহিদা থাকে তার স্বামী বা পুরুষ সঙ্গির পুরুষ অঙ্গ বা লিঙ্গ যেন দেখতে অনেকটা লম্বা হয়। তবে সাইজে ৩ ইঞ্চি হলেও একজন নারীকে সুখ দেওয়া সম্ভব।

যাদের লিঙ্গের সাইজ ২ ইঞ্চি এর কম তাদের উচিৎ অপারেশন তথা সার্জারী বা প্রাকৃতিক উপায়ে নিজের লিঙ্গের সাইজ বড় করার চেষ্টা করা।

কিভাবে লিঙ্গের সাইজ মাপতে হয়?

কিভাবে লিঙ্গের সাইজ মাপতে হয় তার উত্তর একদমই সহজ। আপনার সঠিক মাপই হতে পারে আপনার পেনিস স্বাভাবিক মাপে আছে কি নাই তা জানার প্রধান মাধ্যম।

পেনিসের গোড়া থেকে উত্তিত অবস্থায় পেনিসের মাথা পর্যন্ত যে মাপ তাই পেনিসের সাইজ।

এই মাপ ৩ থেকে আবহাওয়া, স্থান ও পাত্র ভেদে ৩ থেকে ১১ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে।

পশ্চিমা বিশ্বের গড় পেনিস সাইজ ৮ ইঞ্চি। আমাদের এশিয়দের গড় পেনিস সাইজ ৪ ইঞ্চি।

অনেকে sex video তথা পর্ন ভিডিও দেখে হতাশ হয়ে পড়ে এটা ভেবে যে তার সাইজ অন্যদের তুলনায় ছোট। কিন্তু এটি মনে করা মুঠেও দরকার হয় না।

আবার অনেকে ছোট পেনিস বড় করতে গিয়ে ভুল কিছু টিপস গ্রহণ করে বা হারবাল ওষুধ খায় যার ফলাফল ব্যতিক্রম হলে পেনিসের আকার নষ্ট হয়ে যায়। যেমনঃ আগা মোটা গোড়া চিকন, নেতিয়ে পড়া, বীর্য হালকা হওয়া, ইরিটেড তথা উত্তেজিত হতে না পারা ইত্যাদি।

তাই হিতে বিপরীত হয় এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা উচিৎ। প্রয়োজনে বিশেষজ্ঞ কোনো যৌন চিকিৎসক এর পরামর্শ নিতে পারলে একটু ভাল।

ঘরোয়া কিছু টিপস গ্রহণ করে নিজের পেনিস এর আকার বাড়িয়ে নিন ২ গুন। মাত্র ১ মাসে আপনার পেনিস সাইজ বাড়িয়ে নিন।

পেনিস মোটা, লম্বা ও সতেজ রাখার টিপস বা ওষুধ, বীর্য গাঢ় করার উপায় ইত্যাদি রঙ মাখা কিছু টিপস অনেকেই দিয়ে থাকে। কিন্তু এটি কতটুকু বাস্তব সম্মত এটি জানার বিষয়।  লিঙ্গ বড় করার নিঞ্জা টেকনিক এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে long time sex করতে পারা।

তাই পেনিস সাইজ বড় করার চেষ্টা করা থেকে দীর্ঘ সময় সেক্স করাকে প্রাধান্য দিতে হবে।

অনেকে চটি গল্প, বাংলা চটি গল্প Bangla choti golpo পড়ে বা sex videos দেখে হস্তমৈথুন করে থাকে। এতে শরীর খারাপ হয়ে যায়। স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে এবং এর ফলে দ্রুত বীর্যপাত হয়।
ফলে স্ত্রী বা মেয়ে বন্ধুর সাথে দীর্ঘ সময় সেক্স করা যায় না।

কিছু পেনিস মোটা, বড়, লম্বা করার টিপসঃ

শেকিংঃ

প্রথমে আপনার লিঙ্গটিকে গোড়ার দিকে দুই আঙ্গুল দিয়ে ধরুন (শিথিল অবস্থায়)। তারপর সেটাকে আস্তে আস্তে ঝাঁকাতে শুরু করুন। এরপর গতি বাড়ান। এভাবে একটানা ২০০-২৫০ বার ঝাঁকাতে থাকেন। মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে। ইরেকশন হলে লিঙ্গকে শিথিল হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিন।

এরপর আবার শুরু করুন।  এইভাবে দিনে ২ বার করুন। এইটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে। ইচ্ছাটাকে কোনোভাবে পাত্তা দিবেন না। এটা করার সময় যদি হস্তমৈথুন করেন তাহলে ব্যায়াম করা আর না করা সমান কথা।

যদি ২০০-২৫০ বারের আগেই বীর্য বেরিয়ে যেতে চায় তাহলে থামুন। উত্তেজনা প্রশমিত হলে আবার করুন। এটা করলে আপনার পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন আশাতীত ভাবে বাড়বে। একটু কষ্ট করে হলেও exercise  চালু রাখুন বাদ দেবেন না।

জেল্কিংঃ

প্রথমে লিঙ্গকে ভালভাবে পানিতে ধুয়ে নিন এবং মুছে ফেলুন। এরপর খানিকটা ক্রিম বা জেল জাতীয় পিচ্ছিল জিনিস, (তেল জাতীয় জিনিস হলেও হবে) জোগাড় করুন।

এটি লিঙ্গকে ভালভাবে মাখান (শিথিল অবস্থায়)। এবার বুড়ো আঙ্গুল এবং তর্জনীরসাহায্যে ”OK” sign এর মত করুন। এইবার এই ”OK” sign দিয়ে penis এর গোড়া ধরুন (একটু জোরে চেপে ধরতে হবে)। এবার আস্তে আস্তে ভেতর থেকে বাইরের দিকে মর্দন করুন। জিনিসটা অনেকটাই হস্তমৈথুনের মতই।

কিন্তু খেয়াল রাখবেন এটা শুধু penis এর গোঁড়া থেকে অগ্রভাগের দিকে। উল্টা দিকে করবেন না। এভাবে ৩০-৪০ বার করুন। দিনে দুইবার। এটি করার সময় আপনি নিজেই টের পাবেন যে আপনার লিঙ্গমুণ্ডে রক্তের চাপ বাড়ছে।

মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে ইরেকশন হলে লিঙ্গকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন। এটা করার সময় আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে। ইচ্ছাটাকে পাত্তা দিবেননা।

যদি ৩০-৪০ বারের আগেই বীর্য বেরিয়ে যেতে চায় তাহলে থামুন। উত্তেজনা প্রশমিত হলে আবার করুন এটি করার সময় লিঙ্গমুণ্ডে সামান্য সাময়িক ব্যাথা বোধ হতে পারে।

এছাড়া আপনি দেখবেন লিঙ্গমুণ্ডকে লাল হয়ে ফুলে উঠতে। রক্তের চাপের কারনে এমন হয়।

স্ট্রেচিংঃ

প্রথমে লিঙ্গমুণ্ড পাঁচ আঙ্গুলে সামনে থেকে চেপে ধরুন। এবার এটাকে সামনের দিকে টেনে ধরুন। এমনভাবে ধরতে হবে যাতে পিছলে না যায়। এভাবে ২০ সেকেন্ড ধরে রাখুন। ২০ সেকেন্ড পর ছেড়ে দিন। এভাবে একটানা ২০ বার করুন (দিনে ২ বার)।

মাঝে মাঝে আপনার ইরেকশন হতে পারে৷ ইরেকশন হলে লিঙ্গকেকে শিথিল হওয়ার জন্য কিছু সময় দিন তারপর আবার করুন৷

এর ফলে ধীরে ধীরে আপনার পুরুষাঙ্গ দীর্ঘতায় বাড়বে৷ যে তিনটি ব্যায়ামের কথা বলা হয়েছে সেগুলো একত্রে প্রতিদিন দুইবার করে করুন। একসাথে না করলে লাভের সম্ভাবনা কম।

Exercise এর সময় হস্তমৈথুন করবেন না। হস্তমৈথুনকরলে ব্যায়াম করার কোন দরকারই নাই। কারন তাতে কোন লাভ হবেনা।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!