Monday, December 9, 2024
HomeSportsরিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা খেলাঃ মাত্র ৬ সেকেন্ডেই গোল!

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা খেলাঃ মাত্র ৬ সেকেন্ডেই গোল!

৬ সেকেন্ডেই গোল! মাত্র বাজলো ম্যাচ শুরুর বাঁশি। অতঃপর ৬ সেকেন্ডেই গোল উদযাপন করলেন পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লেয়াও। খেলা শুরু হতে না হতেই ইন্টার মিলানের জালে বল পাঠিয়ে রেকর্ড গড়লেন এসি মিলানের এই তারকা। এসি মিলানের তরুণ এই পর্তুগিজ ফরোয়ার্ড গড়লেন সেরি-এ এর দ্রুততম গোলের রেকর্ড।

ইন্টার মিলান গোল হজম করল ম্যাচ শুরুর ছয় সেকেন্ডেই। প্রতিপক্ষের মাঠে রোববার এই কীর্তি গড়েন লেয়াও। কিক অফের পর হাকান চালহানোগলু বল নিয়ে কিছুটা এগিয়ে বাঁ দিকে বাড়ান লেয়াওকে। বিনা বাধায় ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

ইতালির শীর্ষ লিগে দ্রুততম গোলের আগের রেকর্ড ছিল পাওলো পজ্জির। ২০০১ সালে পিয়াসেনজার হয়ে ফিওরেন্তিনার বিপক্ষে আট সেকেন্ডে গোল করেছিলেন এই ইতালিয়ান স্ট্রাইকার।

আজ বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু সুপার এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা খেলাঃ আজকের রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা খেলাঃ উপভোগ করুন।

Related News

3 COMMENTS

Comments are closed.

- Advertisment -

Popular News

error: Content is protected !!