আগামীকাল ২০ মে থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২
২০ মে হতে পরবর্তী ৩ সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগ প্রাপ্ত নতুন ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী কর্মীরা তথ্য সংগ্রহ করবে।
যাদের বয়স ০১/০১/২০০৭ সাল কিংবা তার আগে বিড়ম্বনা এড়াতে নিন্মোক্ত নির্দেশনা মোতাবেক যাবতীয় কাগজপত্র নির্ধারিত সময়ের আগেই সংগ্রহ করে রাখার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করা হল।
ঝামেলা এড়াতে দ্রুত পৌরসভা/ ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন।
নতুন ভোটার হতে যা যা প্রয়োজনঃ
* ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
* পিতা-মাতার এনআইডি কার্ড এর ফটোকপি।
* ভাই-বোন, চাচা-ফুফু যেকোনো ৩ জনের আইডি কার্ড এর ফটোকপি।
* সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
*বিবাহিত নারীদের ক্ষেত্রে স্বামীর এনআইডি কার্ড ও কাবিননামার ফটোকপি।
* হোল্ডিং ট্যাক্স আদায়ের রসিদের ফটোকপি।
* বিদ্যুৎ বিলের কপি।
* জাতীয়তা সনদ পত্র।
* বসতভিটার খতিয়ানের ফটোকপি। (খতিয়ান না থাকলে, ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত ভুমিহীন প্রত্যয়ন পত্র)।
* বয়স ১৮ বছরের উর্ধ্বে হলে- গেলো বারে ভোটার তালিকা হালনাগাদে বাদ পড়েছে, তা উল্লেখ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন।
* রক্তের গ্রুপ নির্ণয়ের সার্টিফিকেট।
* সচল মোবাইল নাম্বার।
* প্রবাসীদের ক্ষেত্রে পাসপোর্টের ফটোকপি।