এবার মেডিকেলে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে ৪৮ হাজার ৯৭৫ জন। পাশের হার ৩৯ দশমিক ৮৬ শতাংশ।
রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে এ ফলাফল ঘোষণা করা হয়।
এবার মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন মিশোরী মুনমুন। তার রোল নম্বর ২৫০০২৩৮। তার মোট প্রাপ্ত নম্বর ২৮৭ দশমিক ২৫ (ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৮৭ দশমিক ২৫)। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন সবাই তাকে অভিনন্দন জ্ঞাপন করছে।
পাস করা শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত করা হয়েছে ৪ হাজার ৩৫০ জনকে। এদের মধ্যে ছাত্রী ২ হাজার ৩৪১ জন (৫৪ শতাংশ) এবং ছাত্র ২ হাজার ৯ জন (৪৬ শতাংশ)।
এদের মধ্যে চলমান শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত হয়েছেন ৩ হাজর ৯৩৭ জন এবং পূর্ব শিক্ষাবর্ষ থেকে নির্বাচিত ৪১৩ জন।
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৮৭৪। এদের মধ্যে অংশগ্রহণ করেছিল ১ লাখ ১৬ হাজার ৭৯২। অনুপস্থিত ছিল ৬ হাজার ৮২ জন।
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল জানতে নিচের লিংকে ক্লিক করুন
[…] মডেল মাদ্রাসার দস্তারবন্দী সম্পন্ন মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশি… ৫৩৩ মিলিয়নের উপরে ফেসবুক ডাটাবেজ […]