Monday, September 16, 2024
HomeEducationমিষ্টি মধুর ছিপছিপে কবিতা- নিমলিত দু'জোড়া চোখ

মিষ্টি মধুর ছিপছিপে কবিতা- নিমলিত দু’জোড়া চোখ

নিমলিত দু’জোড়া চোখ

জজাউল এহেসান
সে যে তার মধু প্লাবিত দৃষ্টি,
করেছে অপ্রত্যাশিত গল্পের সৃষ্টি।
সে যে অমলিন মিষ্টি মধুর হাসি,
করেছে আমায় সে অজানা প্রীতির বন্দি।
তাহারই ছিপছিপে পাতলা গঠন,
বাকরুদ্ধ করেছে আমায় জানিনা কখন।
সে যে উজ্জল্য রূপে রূপায়ণ,
বহু কষ্টে আমি নিজেকে করি সংবরণ।
হাজার চেষ্টায় পারিনা আমি তা থেকে বের হতে,
নিমলিত দু’জোড়া চোখ,
অপলক চেয়ে থাকে।
চোখ তার হিজল বনের মতো কালো,
ম্লান চুল,অপূর্ব মুখ তার, আমার মন কাড়িলো।
কোনো এক পরম দিনের তরুণ প্রভাতে,
ও রৌদ্রের এক টুকরো লাল আবরণ,
পড়েছে তার চিবুকে
ভালো লাগল আমার,
ও উজ্জ্বল্য দীপ্তমান সূর্যকে আর অচ্ছেদ্য বন্ধনে সূর্যের লাল আবরণ যার সাথে বন্ধুত্ব করেছে।
হাজার চেষ্টায় পারিনা আমি তা থেকে বের হতে,
নিমলিত দু’জোড়া চোখ,
অপলক চেয়ে থাকে।
Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!