Monday, September 16, 2024
HomeNewsমাতারবাড়ীর লোকালয় যেন আবর্জনাগার;নেপত্যে ঠিকাদারি প্রতিষ্ঠান দেলোয়ার এন্টারপ্রাইজ

মাতারবাড়ীর লোকালয় যেন আবর্জনাগার;নেপত্যে ঠিকাদারি প্রতিষ্ঠান দেলোয়ার এন্টারপ্রাইজ

মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে হতে যাচ্ছে বিশ্বের অন্যতম মেঘা প্রকল্প কয়লাবিদ্যুৎ কেন্দ্র,গভীর সমুদ্র বন্দর সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প।

এসব উন্নয়ন প্রকল্পসমূহে বিভিন্ন জেলা, উপজেলার প্রায় ১০ হাজার মানুষ কর্মরত রয়েছে। এসব কর্মরত শ্রমিকদের ব্যবহারিত বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পরিত্যক্ত বর্জ্যসহ প্রকল্পের বিভিন্ন দূষিত বর্জ্য যত্রতত্র ফেলে পরিবেশ দূষিত করার অভিযোগ ওঠেছে মাতারবাড়ীর স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান দেলোয়ার এন্টারপ্রাইজ’র বিরুদ্ধে।

স্থানীয় সর্দার পাড়া প্রধান সড়কের সাথে মগডেইল বাজারের সংযোগ সড়কের খালি জায়গায় উক্ত পলিথিন সহ পরিত্যক্ত বর্জ্য গুলো ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছেন এলাকার সচেতন মহল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সর্দার পাড়ার সাথে মগডেইলের সংযোগ সড়কের খালি জায়গা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। উক্ত খোলা জায়গার আশে-পাশে প্রায় দুই শতাধিক পরিবার বসবাস করে। পরিত্যক্ত বর্জ্য ফেলার কারণে এসব লোকজন দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। এসব বর্জ্যের কারণে বিভিন্ন ধরণের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা যায়, মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার নির্দেশনা থাকলেও স্থানীয় হওয়ায় এসব নিয়মকে তোয়াক্কা করছেনা দেলোয়ার এন্টারপ্রাইজ। স্থানীয় প্রভাবে যত্রতত্র বর্জ্য ফেলে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে উক্ত প্রতিষ্ঠানটি।

স্থানীয় পরিবেশবাদী সংগঠন গুলোর ধারণা এইভাবে নিয়মনীতি তোয়াক্কা না করে যত্রতত্র বর্জ্য ফেললে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে এবং একসময় পরিবেশের ভারসাম্য ঠিকিয়ে রাখা সম্ভব হবেনা।

গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট’র মহেশখালী শাখার সহ-সভাপতি সাদ্দাম হোছাইন জানান, স্থানীয় দেলোয়ার এন্টারপ্রাইজ’র পরিচালক দেলোয়ার প্রভাব কাটিয়ে নিয়মিত প্রকল্পের পলিথিন সহ পঁচা বর্জ্য গুলো সর্দার পাড়া ফুলতলার জনবসতি এলাকায় ফেলে। আমার সংগঠনের স্থানীয় নেতারা আমাকে বিষয়টি অবহিত করে নিশ্চিত করেন।আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে দেলোয়ার এন্টারপ্রাইজ’র সত্ত্বাধিকারী দেলোয়ার অস্বীকার করে বলেন,আমি কোন ময়লা আবর্জনা ফেলিনি।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!