HomeNewsBangladeshমহেশখালী থেকে অস্ত্রসহ সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী

মহেশখালী থেকে অস্ত্রসহ সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী

কক্সবাজারের মহেশখালীতে অস্ত্রসহ শাহজাহান নামে এক সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনী। বুধবার (১৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযান চলাকালে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে একটি শর্টগান ও তাজাগুলি পাওয়া যায়। তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

Related News

Popular News

error: Content is protected !!