মহেশখালীর বিশিষ্টজনদের সৌজন্যে থানা প্রশাসন কর্তৃক আয়োজিত ইফতার মাহ্ফিল ও ভোজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১০ মে (২৭ রমজান) সোমবার মহেশখালী থানা প্রশাসনের আয়োজনে ইফতার মাহ্ফিল ও ভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান। মহেশখালী কুতুবদিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) মোঃ জাহেদুল ইসলাম।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহ্ফিল ও ভোজন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহফুজুল হক। শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আব্দুল খালেক চৌধুরী, কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরিফ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন।
এসময় প্রধান অতিথি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি তাঁর সংক্ষিপ্ত বক্তব্য সবাইকে বৈশ্বিক মহামারী করোনার ভয়াবহ পরিস্থিতিতে সরকার নির্দেশিত নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে, সমাজিক দুরত্ব বজায় রেখে ঈদের কেনাকাটা সহ পবিত্র ঈদ-উল ফিতর উদযাপনের আহবান জানিয়ে মহেশখালী-কুতুবদিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
উক্ত ইফতার মাহ্ফিল ও ভোজন অনুষ্ঠানে মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল সহ মহেশখালী থানার সকল অফিসার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্হানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।