ইশরাত মুহাম্মদ শাহ জাহানঃ মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান মহেশখালী আইল্যান্ড হাই স্কুলে সংবাদপত্র পাঠক কর্ণার উদ্ভোধন করা হয় হয়েছে।
১৫ জানুয়ারি (শনিবার) বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব শা আ ম এনায়েত উল্লাহ বাবুলের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মমিনুল ইসলাম, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, মহেশখালী আইল্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আজিজুল করিম সহ স্কুলের শিক্ষক, শিক্ষিকা সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীরা সবদিকে এগিয়ে থাকলেও, একদিক দিয়ে পিছিয়ে। তা হলো, দেশবিদেশে কোথায় কি ঘটছে, তা শিক্ষার্থীরা খবর রাখে না, কারণঃ তারা দৈনিক পত্রিকা পড়ে না, আমরা বিষয় টি অনুধাবন করে, পৃথিবীর সাথে শিক্ষার্থীদের সংযুক্ত রাখতে মহেশখালীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পত্রিকা কর্ণার করার উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন মহেশখালী।