ইশরাতুল জান্নাত সোহাঃ
বিশ্বের সাথে তালমিলিয়ে আন্তর্জাতিক মানের মোবাইল ফোন গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন নিয়ে যাত্রা শুরু করলো মহেশখালীর সর্ববৃহৎ মোবাইল শপ “আমিন মোবাইল কেয়ার”
০১ অক্টোবর (শুক্রবার) বিকেলে বড় মহেশখালী নতুন বাজার সিরাজ চেয়ারম্যান সিটির দ্বিতীয় তলায় উক্ত মোবাইল শপের শুভ উদ্বোধন করেন- বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিরাজ চেয়ারম্যান সিটির স্বত্বাধিকারী আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল।
মোবাইল শপে হুয়াই, নকিয়া, এইচটিসি, সনি, এম আই, রিয়েল মি, ভিভো, অপ্পো, স্যামসাং, ওয়ালটন, শাওমি, রেডমি ভাই শাওমি, আইটেল, ইনফিনিক্স, টেকনো সহ বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের উন্নতমানের মোবাইল সেট সহ ফিচার বা বার ফোন, মোবাইল এক্সেসরিজ, কম্পিউটার ও ল্যাপটপ এক্সেসরিজ, সিসি ক্যামেরা, অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্স, হেডফোন, চার্জার, ওয়্যারলেস হেডফোন, এয়ার বার্ডস, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ ওয়ারলেস স্পিকার, ওয়াইফাই রাউটার সহ বিভিন্ন সামগ্রী সূলভ মূল্য পাওয়া যাবে।
আমিন মোবাইল শপের স্বত্বাধিকারী মোঃ খায়রুল আমিন বলেন, আধুনিক ও উন্নতমানের মোবাইল ফোন মহেশখালীর প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্য তাঁর এ ক্ষুদ্র প্রয়াস, তিনি আরও বলেন, বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন সহ মোবাইলের সবরকম এক্সেসরিজ সহ কম্পিউটার-ল্যাপটপ, ওয়াই-ফাই রাউডার সহ বিভিন্ন ইলেকট্রনিকস্ ডিভাইসও থাকবে এ মোবাইল শপে।
উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার সহ ডিসকাউন্ট।
এছাড়াও হুয়াই, নকিয়া, এইচটিসি, সনি, এম আই, রিয়েল মি, ভিভো, অপ্পো, স্যামসাং, শাওমি, রেডমি ভাই শাওমি সহ বিভিন্ন উন্নত ব্যান্ডের মোবাইল ফোনের কান্ট্রি লক খোলা, ফ্ল্যাশ, পাসওয়ার্ড খোলা সহ চায়না ও স্মার্ট ফোনে আনলক করা হবে।