Friday, June 2, 2023
HomeNewsমহেশখালীতে বাপা'র উঠান বৈঠক;প্রকৃতি ধ্বংস নিয়ে উদ্বেগ প্রকাশ

মহেশখালীতে বাপা’র উঠান বৈঠক;প্রকৃতি ধ্বংস নিয়ে উদ্বেগ প্রকাশ

ফরিদুল আলম দেওয়ানঃ

মহেশখালীর পাহাড়, নদ-নদীসহ পরিবেশ-প্রতিবেশ রক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২২ অক্টোবর (শুক্রবার) বিকাল ৩ টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদেশ মহেশখালী আঞ্চলিক শাখা’র যৌথ উদ্যোগে এক উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী মানবিক ও প্রকৃতি উন্নয়ন বিষয়ক সংগঠন সিসিডিএফ কার্যালয়ের অঙ্গনে “এ উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়।

সিসিডিএফ এর প্রধান নির্বাহী সুব্রত দত্ত’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উন্নয়ন পরিষদের সহ সভাপতি ও পরিবেশকর্মী জাকের হোছাইন।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন মহেশখালী উপজেলা শাখার সভাপতি মোসাদ্দেক ফারুকী, সাধারণ সম্পাদক সাংবাদিক আবু বকর সিদ্দিক, মহেশখালী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক আজাদীর মহেশখালী প্রতিনিধি সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, হোয়ানক ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার সেলিম সিকদার, ছাত্রলীগ নেতা সাগর তালুকদার, কৃষকলীগ নেতা আক্কাস বাঙালি, এশিয়ান টিভি মহেশখালী প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী, ভোরের কাগজের মহেশখালী প্রতিনিধি নুরুল কাদের, পরিবেশ কর্মী মোহাম্মদ নাসির, লিয়াকত আলী, বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিয়া সুলতানা জয়া ও হোয়ানক কলেজের ছাত্রী উম্মে হাবিবা শিরু।

সভায় মহেশখালীর পাহাড় কর্তন, কোহেলিয়া নদী ভরাট করে কয়লা বিদ্যুৎ এর রাস্তা নির্মাণ, হোয়ানকের পূঁইছড়া এলাকার ছড়ায় বর্জ্য ফেলে দূষণ, উপকূলীয় হাঁসের চরের উপকূলীয় প্যারাবন ধ্বংস এবং মহেশখালীর বিভিন্ন হাট-বাজারের বর্জ্যের অব্যবস্থাপনার বিষয়ে আলোকপাত করে আলোচনা করা হয়।

বক্তারা এসব বিষয়ে স্থানীয় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ এর মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানান।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!