বিশেষ প্রতিনিধিঃ কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি কুপ ও গুলিতে এক যুবক খুন হয়েছে।
নিহত যুবক উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়ার মুহাম্মদের পুত্র রুহুল কাদের।
১৯ অক্টোবর (সোমবার) রাত ১০ টায় কালারমার ছড়া বাজারের পাশে ফকিরজুম পাড়া এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, নিহত রুহুল কাদেরের ভাই কালারমার ছড়া ইউনিয়নের ফকিজুম পাড়ার মুহাম্মদের পুত্র আব্বাস কালারমার ছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আব্বাসের সাথে দলীয় কোন্দল ও এলাকায় প্রভাব বিস্তারের জের ধরে পূর্ব শত্রুতার সূত্রপাতে এ পরিকল্পিত হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত রুহুল কাদের কালারমার ছড়া বাজার থেকে ফেরার পথে সিএনজি যুগে একদল দুর্বৃত্ত এসে তার গতিরোধ করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করলে লোকজন দিকবিদিক পালিয়ে যায়।
কোন কিছু বুঝে উঠার আগেই নিহত রুহুল কাদের কে গুলি ও এলোপাতাড়ি কুপিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সাথে সাথে স্হানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নেওয়া পথে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
মহেশখালী থানার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই জানান, নিহত রুহুল কাদেরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।