ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ দ্বীপ উপজেলা মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগ বিদ্রোহী তথা স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন খোকনের এক সমর্থক নিহত হয়েছে।
সূত্রে জানা যায়, আজ ২০ সেপ্টেম্বর (সোমবার) কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এতে গুলিবিদ্ধ হয়ে আবুল কালাম (৩২) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন।
আবুল কালাম স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাই।