Friday, June 2, 2023
HomeNewsমহেশখালীতে চৌকিদারের ঘর হতে ৩৫ বস্তা সরকারি চাউল উদ্ধার

মহেশখালীতে চৌকিদারের ঘর হতে ৩৫ বস্তা সরকারি চাউল উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌকিদার আব্দু সত্তার ও তার ভাই মোস্তাক এর বাড়ী থেকে ৫০ কেজির ৩০ বস্তুা ভিজিএফ ও ভিজিডির চাউল উদ্ধার করা হয়েছে।

০৬ জুলাই (মঙ্গলবার) সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম আলমগীরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ চাউল উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, (০৬ জুলাই) সকালে বৃষ্টির সময় ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন মানুষের নাম দিয়ে বিভিন্ন কার্ডের অনুকুলে এই চাল নিয়ে যান চৌকিদার সহ অন্যান্য সহযোগীরা।

পরে সংবাদ পেয়ে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা অভিযান করে চাউল উদ্ধার করা হয়।

Related News
- Advertisment -

Popular News

error: Content is protected !!